রণবীর-আলিয়ার বিয়ের প্রস্তুতি শুরু করলেন নীতু?

আসলে রণবীর অভিনীত ছবি ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’ ছবির একটি গানের সঙ্গে নাকি ঘরোয়া ভাবেই প্র্যাকটিস শুরু করেছেন নীতু। বলিউডের বিভিন্ন বিয়ের অনুষ্ঠানে যিনি কোরিওগ্রাফ করেন সেই রাজেন্দ্র সিং শেখাচ্ছেন নীতুকে।

রণবীর-আলিয়ার বিয়ের প্রস্তুতি শুরু করলেন নীতু?
রণবীর কাপুর, আলিয়া ভাট (বাঁদিকে), নীতু কাপুর (ডানদিকে)।
Follow Us:
| Updated on: Mar 24, 2021 | 5:54 PM

রণবীর কাপুর (Ranbir Kapoor) এবং আলিয়া ভাট (Alia Bhatt) যে প্রেম করছেন, এ খবর বলিউডে (bollywood) কারও অজানা নয়। কিন্তু তাঁরা কবে বিয়ে করবেন, সে বিষয়ে এখনও প্রকাশ্যে কিছু ঘোষণা করেননি। আপাতত করোনা আক্রান্ত রণবীর বাড়িতেই কোয়ারেন্টাইনে রয়েছেন। কিন্তু এর মধ্যেই নাকি ধীরে ধীরে শুরু হচ্ছে তাঁদের বিয়ের প্রস্তুতি?

আসলে রণবীর অভিনীত ছবি ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’ ছবির একটি গানের সঙ্গে নাকি ঘরোয়া ভাবেই প্র্যাকটিস শুরু করেছেন নীতু (Neetu Kapoor)। বলিউডের বিভিন্ন বিয়ের অনুষ্ঠানে যিনি কোরিওগ্রাফ করেন সেই রাজেন্দ্র সিং শেখাচ্ছেন নীতুকে। এমন একটি ভিডিয়ো ২০২০-র অক্টোবরে ভাইরাল হয়েছিল। সেই প্র্যাকটিস নাকি ছেলের বিয়ের প্রস্তুতিই ছিল। অবাঙালি বিয়েতে নাচ সেলিব্রেশনের অঙ্গ। এখন বহু বাঙালি বিয়েতেও সেই সংস্কৃতি চালু হচ্ছে। ফলে নীতুর ঘরোয়া ভাবে তোলা এই ভিডিয়ো কি সত্যিই ছেলের বিয়ের প্রস্তুতি?

কাপুর পরিবারের ঘনিষ্ঠ নামপ্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি সাংবাদিকদের জানান, ঋষি কাপুরের প্রয়াণের এক বছর না হলে রণবীর বিয়ে করবেন না। অয়ন মুখোপাধ্যায় পরিচালিত ‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে প্রথমবার স্ক্রিন শেয়ার করবেন তিনি এবং আলিয়া। ফলে সেই ছবি মুক্তি পাওয়ার আগে তাঁরা বিয়ে করবেন না বলেই খবর। কিন্তু একমাত্র ছেলের বিয়ে নিয়ে উত্তেজিত নীতু। তাই নিজের মতো করে ছেলের বিয়ের প্রস্তুতি শুরু করে দিয়েছেন তিনি। যদিও এই নাচের ভিডিয়োর সঙ্গে প্রস্তুতির কোনও সম্পর্ক রয়েছে কি না, তা নিশ্চিত নয়।

আরও পড়ুন, ধুমধাম করে মায়ের জন্মদিন সেলিব্রেট করলেন হবু মা শ্রেয়া