নাইসা দেবগণ– পরিচয়ে অভিনেত্রী কাজল ও অজয় দেবগণের একমাত্র মেয়ে তিনি। এবার নাইসা-ই নেটিজেনদের র্যাডারে। মদ্যপ অবস্থায় পার্টি থেকে বেরিয়ে পা নাকি টলমল– অভিযোগ এমনটাই। রবিবারের রাত ছিল। বলিউডের একটা বড় অংশ হাজির ছিলেন সিড-কিয়ারার বিয়েতে। অন্য একটি অংশ গিয়েছিলেন পার্টি করতে। নাইসা অবশ্য নাম লিখিয়েছিলেন ওই দ্বিতীয় নম্বরেই। পার্টি শেষে বের হতেই তাঁকে ঘিরে ধরে পাপারাৎজি। দেখা যায় নামতে গিয়ে পা হড়কে যাচ্ছে নাইসার। যদিও নিরাপত্তারক্ষী সামলে নেন পুরোটা। তাঁর হাত ধরেই গাড়িতে ওঠেন কাজল-কন্যা। সেই ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আর তা নিয়ে ট্রোলিং কিছু কম হয়নি। নাইসা মদ্যপ ছিলেন– এমনটাই অভিযোগ তাঁদের। যদিও একদল আবার নাইসার স্বপক্ষেও কথা বলেছেন। তাঁদের যুক্তি প্রাপ্তবয়স্ক নাইসা যদি অনৈতিক কিছু না করে থাকেন তাহলে এই নীতিপুলিশের কী প্রয়োজন?
ইদানিং সোশ্যাল মিডিয়ায় বড়ই সক্রিয় নাইসা। মাঝেমধ্যেই তাঁর পার্টির ছবি ভাইরাল হয়। একটা সময় ক্যামেরা দেখলে মুখ আড়াল করতেন তিনি। তবে যত দিন যাচ্ছে, নাইসারও ক্যামেরার সঙ্গে গড়ে উঠেছে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। পাপারাৎজি দেখলে লুকিয়ে যাওয়া নয়। হাত নেড়ে অভিবাদন করেন আজকাল। এই মুহূর্তে বিদেশে পড়াশোনা করছেন নাইসা। শোনা যাচ্ছিল তিনিও নাকি বাবা-মায়ের মতোই নাম লেখাবেন সিনেপাড়ায়। যদিও এক সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে অজয় দেবগণ এ প্রসঙ্গে বলেছিলেন, “আমি জানি না এই মুহূর্তে ও কী চায়। কারণ সিনেমা নিয়ে কখনওই ও কোনও উৎসাহ দেখায়নি। যদিও বাচ্চাদের মন বদলে যায়। আমি জানি না। এখন বিদেশে পড়াশোনা করছে”।