টিনসেল টাউনের অন্যতম চর্চিত অভিনেত্রী হলেন জিনাত আমান। একটা সময় যাঁর রূপের ছটায় সকলের রাতের ঘুম উড়ে যেত। সেই বোল্ড ডিভা ৭০ বছর বয়সে এসে নিলেন নয়া সিদ্ধার্থ। দীর্ঘদিন ধরে নিজেকে সরিয়ে রেখেছিলেন ইনস্টাগ্রাম থেকে। অবশেষে সেই সিদ্ধার্থ নিয়ে ফেললেন অভিনেত্রী জিনাত আমান। ৭০-এর দশকের অভিনেতা-অভিনেত্রীদের কাছে সোশ্যাল মিডিয়ার বিষয়টাই ছিল না, একটা সময়ের পর তা ধীরে ধীরে সকলের জীবনের সঙ্গে এমনভাবে জড়িয়ে যায়, যে সেলেবদের কাছে সোশ্যাল মিডিয়া না থাকার অর্থ ভক্তদের রীতিমত অস্বস্তিকর। নিত্যদিন পছন্দের সেলেবদের সোশ্যাল মিডিয়া একবার ঘুরে দেখা অভ্যাস অনেকেরই। এর জেরে সুবিধেও হয় অনেক। কোনও জল্পনা রটলে সেলেবরা নিজেরাই নিজেদের অ্যাকাউন্টে তা স্পষ্ট করে দেয়। বা কোনও খবরের ক্ষেত্রেও বর্তমানে ভক্তরা সেলেবদের সোশ্যাল মিডিয়া প্রোফাইলের ওপর অনেক বেশি নির্ভর করে ও ভরসা করে।
জিনাত আমানের এই সিদ্ধান্তে তাই খুব সকলেই। প্রথম পোস্ট সামনে আসা মাত্রই ভক্তদের শুভেচ্ছাবার্তার বন্যা বয়ে যায়। শেয়ার করেন নিজের একটি ছবিও। নো মেকআপ লুকে। যা দেখা মাত্রই সকলের নজরের কেন্দ্রে জায়গা করে নেয়। নিজেই ছবির প্রশংসা করে জিনাত বলেন, তিনি যখন অভিনয় শুরু করেন তথন পুরুষতান্ত্রিক ছিল বিনোদন জগত। বহু ভাল ভাল ফোটোগ্রাফার তাঁর ছবি তুলেছেন।
এবার তিনি এক মহিলা ফোটোগ্রাফারের ফ্রেমে বন্দি হলেন। লিখলেন মেয়েরা এত ভাল কাজ করছে বর্তমানে সব ক্ষেত্রেই, এটা দেখেই তাঁর ভাল লাগছে। নেই কোনও মেকআপ, রইল না আলোর তামঝাম, সঙ্গে থাকল না কোনও হেয়ার ড্রেসারও। তাও সুন্দর ছবি উঠেছে জিনাতের। এই পালাবদল তাঁর বেশ পছন্দের বলেই দাবি করেন অভিনেত্রী।