Sid-Kiara: বিয়ের মণ্ডপে হাতজোড়, এই বিশেষ পোজের নেপথ্যের গল্পটা জানেন?

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Feb 13, 2023 | 6:17 PM

Sid-Kiara: গতকাল অর্থাৎ রবিবার ১২ তারিখ মুম্বইয়ের পাঁচতারা হোটেলে রিসেপশনের আয়োজন করেছিলেন সিড-কিয়ারা। হাজির হয়েছিল গোটা বলিউড। সিদ্ধার্থের প্রাক্তন প্রেমিকা আলিয়া ভাট থেকে শুরু করে শাহিদ-মীরা, শিল্পা শেট্টি, দিশা পাটানি কে ছিলেন না ওই জমজমাট আসরে।

Sid-Kiara: বিয়ের মণ্ডপে হাতজোড়, এই বিশেষ পোজের নেপথ্যের গল্পটা জানেন?
এই বিশেষ পোজের মাধ্যমে কী বুঝিয়েছেন সিড-কিয়ারা?

Follow Us

কিয়ারা আডবাণী ও সিদ্ধার্থ মালহোত্রার বিয়ের যে ছবিগুলি ভাইরাল হয়েছে তার মধ্যে অন্যতম তাঁদের প্রতি নমস্কারের ছবি। দুজনেই দুজনের দিকে তাকিয়ে নমস্কার করছেন। বিয়েতে গুরুজনদের নমস্কারের ছবি দেখা গেলও স্ত্রী ও স্বামীর এই প্রতি নমস্কার কিন্তু কিছুটা হলেও আলাদা। বলে রাখা ভাল, সিড-কিয়ারাকে এই বিশেষ পোজ দিতে বলেছিলেন, ওয়েডিং ফটোগ্রাফার বিশাল পঞ্জাবি। আর এই বিশেষ পোজের মাধ্যমে কী বোঝাতে চাওয়া হয়েছে, জানিয়েছেন তিনিই। তাঁর কথায়, “ওঁরা খুব ভাল মানুষ। আমি চেয়েছিলাম বিয়ের ভিডিয়োতে যেন সেটাই প্রকাশ পায়। হাতজোড় করার মধ্যে দিয়ে দু’জনের দুজনের প্রতি সারাজীবনের অঙ্গীকারই বোঝাতে চেয়েছি। এভাবেই যেন মাটির কাছাকাছি, ভালবাসায় থাকেন তাঁরা, এই কামনাই আমাদের।” কিয়ারা ও সিডের বিয়ের ছবি নিয়ে চর্চা সব মহলে। তাঁদের দুজনের ভালবাসা যে ছবিগুলির মধ্যে দিয়ে পূর্ণতা লাভ করেছে, তা একবাক্যে স্বীকার করে নিয়েছেন তাঁদের অনুরাগীরা।

গতকাল অর্থাৎ রবিবার ১২ তারিখ মুম্বইয়ের পাঁচতারা হোটেলে রিসেপশনের আয়োজন করেছিলেন সিড-কিয়ারা। হাজির হয়েছিল গোটা বলিউড। সিদ্ধার্থের প্রাক্তন প্রেমিকা আলিয়া ভাট থেকে শুরু করে শাহিদ-মীরা, শিল্পা শেট্টি, দিশা পাটানি কে ছিলেন না ওই জমজমাট আসরে।
কেরিয়ারের একেবারে ‘পিক টাইম’-এ বিয়ে করলেন সিদ্ধার্থ ও কিয়ারা। প্রায় তিন বছরেরও বেশি সময় ধরে নাকি সম্পর্কে রয়েছেন ওঁরা। শেরশাহ’তে অভিনয় করার সময়েই নাকি কিয়ারায় মন মজে সিদ্ধার্থের। সাড়া দেন কিয়ারাও। ব্যস, সেই থেকেই শুরু তাঁদের প্রেমের গল্প। কিয়ারার আগের নাম ছিল আলিয়া। কাকতালীয়ভাবে সিদ্ধার্থের প্রাক্তন প্রেমিকা আবার ছিলেন আলিয়া ভাট। যদিও এখন রণবীরের সঙ্গে সুখের সংসার তাঁর। বলিউডে পা রাখার পর সলমন খান নাকি তাঁকে নাম বদলে নেওয়ার জন্য বলেছিলেন। সে সময় আলিয়া বলিউডে নাম করে নিয়েছেন। ভাইজানের যুক্তি ছিল একই ইন্ডাস্ট্রিতে দুই আলিয়া হয়ে গেলে আলাদা করে নিজের পরিচয় বানাতে পারবেন না কিয়ারা। সলমনের কথা মেনে আদপে লাভই হয়েছিল কিয়ারার। বর্তমানে বলিউডে অন্যতম ব্যস্ত অভিনেত্রী তিনি। পিছিয়ে নেই সিদ্ধার্থও।

Next Article