‘ধুম-৪’ এ সলমন-অক্ষয়! পোস্টারে ছড়াছড়ি নেটমহল
'ধুম' ২০০৪ এবং ‘ধুম-২’ ২০০৬ সালে মুক্তি পায়।
সলমন খানের ফ্যানেরা আজ একটু বেশি হতবাক। সকাল থেকে ‘ধুম’-৪ এর পোস্টার ছড়িয়েছে নেটদুনিয়ায়। পোস্টারে লেখা চতুর্থ পর্ব নিয়ে আসছে ‘ধুম’ ফ্র্যাঞ্চাইজি। এবং তা নিয়ে উত্তেজনা তুঙ্গে।
#dhoom4 salman khan in dhoom 4 I can't wait for it ? pic.twitter.com/ArYprLSsXq
— Manu Rajawat (@manu_rajawat7) June 4, 2021
পরে অবশ্য জানা যায় যে পোস্টারটি একেবারে ফ্যান-মেড। যশ রাজ ফিল্মসের পক্ষ থেকে ‘ধুম’-৪ অথবা ছবির কাস্টিং নিয়ে কোনও ঘোষণাই করা হয়ননি।
#dhoom4 #SalmanKhan @BeingSalmanKhan @yrf pic.twitter.com/4IF96j2fFD
— Om Shiv Srivastav (@OmShivSrivasta1) June 10, 2021
‘ধুম’ একটি অ্যাকশন থ্রিলার ফ্র্যাঞ্চাইজি যা বক্স-অফিসের দিক থেকে বলিউডের দ্বিতীয় বৃহত্তম ফিল্ম ফ্র্যাঞ্চাইজি হয়ে উঠেছে। ‘ধূম-থ্রি’ রচনা ও পরিচালনা করেছেন বিজয় কৃষ্ণ আচার্য্য এবং প্রযোজনা করেছেন আদিত্য চোপড়া। অভিনয়ে ছিলেন আমির খান, অভিষেক বচ্চন, ক্যাটরিনা কইফ এবং উদয় চোপড়া প্রমুখ। ‘ধুম’ সিরিজের তৃতীয় কিস্তি এটি। ধুম ২০০৪ এবং ‘ধুম-২’ ২০০৬ সালে মুক্তি পায়।
আরও পড়ুন জানতেন কি? মনোজ বাজপেয়ীর স্ত্রী রোম্যান্স করেছেন ঋত্বিক-অজয় এমনকি ববি দেওলের সঙ্গে!
Me and my Memer Frinds:Memes hi memes honge.. pic.twitter.com/JNCYwbl6BE
— Sagarika Ojha (@sagarika_ojha) June 9, 2021
Big & Breaking News :- #AkshayKumar Sir meeting with #AdityaChopra …!!#Dhoom4 Almost Confirm ?
Dil thaam ke baithiye pic.twitter.com/SN0RPR2d3c
— ?????? ????? ?????? (@iamkapilkumar__) June 7, 2021