Shah Rukh-Salman: মঞ্চে উঠে এ কী করলেন শাহরুখ-সলমন? ভিডিয়ো দেখে মুগ্ধ নেটপাড়া
Viral Video: ঝড়ের গতিতে ভাইরাল হওয়া এই ভিডিয়োতে আবারও নজরে এল দুই স্টারের বন্ধুত্ব। পাশাপাশি সলমন খানের কণ্ঠস্বরেও মুগ্ধ হলেন নেটদুনিয়া।

কেরিয়ারের শুরু থেকেই শাহরুখ খান ও সলমন খান একে অন্যের বন্ধু। তাঁদের মাঝে বক্স অফিস কালেকশন নিয়ে তাঁদের মধ্যে দূরত্ব বাড়লেও বর্তমানে সেই সমীকরণ পাল্টে গিয়েছে। সেই দূরত্ব কিছু বছরের মাত্র। তারপর থেকে আবারও বলিউডের দুই ভাই একে অপরের সঙ্গে থাকতেই বেশি পছন্দ করেন, কোনও সেলিব্রেশন পার্টি হোক কিংবা বিশেষ অনুষ্ঠান, শাহরুখ-সলমন একসঙ্গে থাকলেই আসরের রঙ বদল হয় পলকে। তেমনই এক ভিডিয়ো এবার ভক্তদের হাতেহাতে ভাইরাল। বলিউডের করণ-অর্জুন একসঙ্গে গলা মেলালেন এক পার্টিতে। যে ভিডিয়ো ক্লিপিং ছড়িয়ে পড়েছে সেখানেই দেখা গেল শহরুখ খান ও সলমন খানকে একসঙ্গে গলা মেলাতে। তাঁদের দেখে এক কথায় মুগ্ধ নেটপাড়া।
ঝড়ের গতিতে ভাইরাল হওয়া এই ভিডিয়োতে আবারও নজরে এল দুই স্টারের বন্ধুত্ব। পাশাপাশি সলমন খানের কণ্ঠস্বরেও মুগ্ধ হলেন নেটদুনিয়া। গলা ছেড়ে গাইলেন করণ অর্জুন ছবির গান, এ বন্ধন তো…। এই গানের সঙ্গে সঙ্গে জুটির বন্ধনও নজর এড়ালো না। যদিও শাহরুখ খান খুব বেশি গান গাইবার সাহস দেখালেন না। কারণ শাহরুখ খান নিজেই বারবার বলেছেন, যে তিনি মোটেও গাইতে পারেন না। তবে সলমন খান যে ভাল গান করতে পারেন, তার প্রমাণ একাধিকবার মিলেছে। লকডাউনে নিজের গানও শুট করেছিলেন তিনি জ্যকলিন ফার্ণান্দেজের সঙ্গে। ফলে তাঁর গলা শুনে চমকে যাওয়ার মতো কোনও ঘটনা ঘটেনি। তবে তিনি যেভাবে তাঁর গানের কথা মনে রেখেছেন, তা দেখা মাত্রই সকলেই প্রশংসায় পঞ্চমুখ।
View this post on Instagram
