সম্প্রতি খবরের শিরোনামে বারে বারে জায়গা করে নিচ্ছেন অভিনেতা শাহরুখ খান। তাঁর আগামী ছবি পাঠান ঘিরে বর্তমানে জল্পনা তুঙ্গে। ট্রেলার রিলিজ থেকে শুরু করে গান মুক্তি, কোথাও গিয়ে যেন স্বস্তি পাওয়া যাচ্ছে না এই ছবি ঘিরে। কারণ একটাই পাঠান ছবির প্রথম গান বেশরম রং মুক্তি পাওয়ার পর থেকেই বিতর্কের কেন্দ্রে জায়গা করে নিয়েছে। বিতর্কে ঢুকে গিয়েছে রাজনৈতিক রঙ-ও। তার জেরেই বর্তমানে পাঠান ছবির ভক্তরা বেজায় চিন্তায়। ছবি ঘিরে বয়কটের ডাক কি তবে আরও একটা ফ্লপ শাহরুখের ছবির তকমা দেবে পাঠান কে? যদিও তা নিয়ে বিন্দুমাত্র মুখ খুলতে নারাজ কিং খান। তিনি যতটা পারচ্ছেন ভক্তদের সঙ্গে সংযোগ বজায় রাখার চেষ্টা করছেন। সম্প্রতি তাঁকে দেখা যায় ১৫ মিনিটের জন্য সোশ্যাল মিডিয়া মারফাত দর্শক দরবারে হাজির হতেন।
সেখানে তিনি জানিয়েছিলেন ‘আস্ক মি এনিথিং’ অর্থাৎ শাহরুখকে যে কোন প্রশ্নই করা যাবে এই ১৫ মিনিটে। তবে সেই প্রশ্ন করতে গিয়ে যে সকলের নজরে আসবে এক চাঞ্চল্যকর তথ্য, তা কারই বা জানা ছিল। পাঠান ছবিতে শাহরুখ খানের ফিট বডি দেখে অনেকেই মুগ্ধ হয়েছিলেন। সেই কারণেই এক ভক্ত প্রশ্ন করে বসেন তিনি ডায়েটে কী কী রাখেন। তার উত্তর দিতে গিয়েই শাহরুখ খান জানান তার ইনফেকশন হয়েছে। যার ফলে এখন ভরসা কেবল ভাত আর ডাল। শাহরুখ খানের এই উত্তর পাওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ভক্তদের মধ্যে উদ্বেগ ছড়ায় মুহূর্তে। সকলেই কিং খানের দ্রুত আরোগ্য কামনা করে একের পর এক পোস্ট করতে থাকেন।
যদিও শাহরুখ খান আরও অনেক প্রশ্নেরই উত্তর দিয়েছেন এদিন। সম্প্রতি তিনি কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন। সকলের মন ভাল করে পাঠান ছবির সংলাপ বলতে ভোলেননি তিনি। তবে তিনি যে অসুস্থ সে খবর কারোরই জানা ছিল না। তবে ভক্তদের অন্ধকারে রাখলেন না তিনি। রাগ ঢাক না করে সত্যি সত্যিই এই ১৫ মিনিট খোলা মনে উত্তর দিলেন শাহরুখ খান। আর তার প্রমাণই হল নিজের অসুস্থতার খবর নিজেই জানালেন এ দিন পাঠান।