Shah Rukh Khan Controversy: ‘আল্লাহ আপনাকে ক্ষমা করুক’, গণেশ পুজো করে যখন কটাক্ষের মুখে শাহরুখ
Controversy: প্রতি বছর সেলেবরা নিজ নিজ বাড়িতে গণেশ বন্দনা করেন। শাহরুখ খানের বাড়িতে প্রতিবছর গণেশ পুজো করা হয়। পুজো করেন গৌরি খান। তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় একবার পোস্ট দিতেই বেজায় বিপাকে পড়তে হয়েছিল শাহরুখ খানকে।
মহারাষ্ট্র মানেই গণপতী পুজোয় রমরমা। সেলেবদের অন্দরমহল থেকে শুরু করে গোটা এলাকায় গণেশ চতুর্থী পালন করা হয় মহাধুম ধামে। তালিকা থেকে বাদ পড়েন না শাহরুখ খান, সলমন খানও। তাই প্রতি বছর সেলেবরা নিজ নিজ বাড়িতে গণেশ বন্দনা করেন। শাহরুখ খানের বাড়িতে প্রতিবছর গণেশ পুজো করা হয়। পুজো করেন গৌরি খান। তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় একবার পোস্ট দিতেই বেজায় বিপাকে পড়তে হয়েছিল শাহরুখ খানকে। টুইটে সেই পোস্ট করেছিলেন শাহরুখ খান যা বর্তমানে এক্স। সেখানে ছবি শেয়ার করতেই রে রে করে ওঠে নেটিজ়েনদের একশ্রেণী। রীতিমত ধর্মীয় আক্রমণ করা হয় তাঁকে। ইসমাল হয়ে মূর্তী পুজো কীভাবে করছেন তিনি? এই প্রশ্ন তোলেন অনেকেই।
May Lord Ganesha’s blessings remain with all of us until we see him again next year… Ganpati Bappa Morya!!! pic.twitter.com/iWSwTrmTlP
— Shah Rukh Khan (@iamsrk) September 19, 2021
গণেশের ছবি শেয়ার করে সেবার শাহরুখ খান লিখেছিলেন, ”ভগবান গণেশ, আমাদের ওপর আপনার আশীর্বাদ কৃপাদৃষ্টি বজায় রাখুন, যতক্ষণ না পর্যন্ত পরের বছর আবার আপনি আসছেন। গণপতী বাপ্পা মরিয়া।” এই পোস্ট দেখা মাত্রই কেউ প্রশ্ন তুলেছিলেন, ‘আপনি ধর্ম বদল করে নিলেন’? কেউ লিখেছিলেন, ‘স্যার এটা কী? আপনি জানেন না মূর্তীপুজো আমাদের হয় না। কোনও ভগবান নেই আল্লাহ ও মহম্মদ ছাড়া। বিচারের দিন এর জবাব আপনাকে আল্লাহকে দিতে হবে। মনে রাখবেন মৃত্যু পরের জীবন অনেক বেশি দীর্ঘ, আল্লাহ আপনাকে ক্ষমা করুক।’ আবার কেউ লিখেছিলেন, ‘আপনার জন্য আমি দুঃখিত। আল্লাহ আপনাকে ক্ষমা করুক, সঠিক পথ দেখাক।’
May Lord Ganesha’s blessings remain with all of us until we see him again next year… Ganpati Bappa Morya!!! pic.twitter.com/iWSwTrmTlP
— Shah Rukh Khan (@iamsrk) September 19, 2021
যদিও এই সকল বিতর্কে কোনওদিন কান দেননি শাহরুখ খান। তিনি প্রথম থেকেই চেয়েছিলেন তাঁর পরিবারে যেন ধর্মীয় কোনও বিধি নিষেধ না থাকে। কারণ গৌরি খান হিন্দু, তিনি নিজে মুসলিম, শাহরুখ জানিয়েছিলেন, তাঁর সন্তানেরা হচ্ছেন ভারতীয়। শাহরুখ খান জানিয়েছিলেন, তাঁর সন্তানেরা গায়েত্রী মন্ত্র পাঠ করতে পারেন, তাঁর মন্দিরে ভগবানের মূর্তীও যেমন আছেস তেমনই রয়েছে কোরানও। তিনি সব ধর্মকেই সম্মান করেন।