Huma-Sonakshi: ছবি চুরি করেছেন হুমা! আইনি নোটিশ পাঠাবেন বললেন শত্রুঘ্ন-কন্যা
গত ২ নভেম্বর মঙ্গলবার হ্যালোইন উপলক্ষ্যে 'বেল বটামে'র অভিনেত্রী অনুরাগীদের শুভেচ্ছা জানিয়ে একটি ছবি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। আর এখানেই বাঁধে বচসা।

হুমা কুরেশির বিরুদ্ধে ছবি চুরির অভিযোগ আনলেন শত্রুঘ্ন-কন্যা। তার জন্য আইনি নোটিশ পাঠাবেন বলেও সোশ্যাল মিডিয়ায় হুমকি দিলেন অভিনেত্রী সোনাক্ষী সিনহা। সোনাক্ষীর অভিযোগ, অনুমতি ছাড়াই নাকি তাঁর ছবিকে নিজের বলে চালাচ্ছেন হুমা। সত্যি কি তাই?
গত ২ নভেম্বর মঙ্গলবার হ্যালোইন উপলক্ষ্যে ‘বেল বটামে’র অভিনেত্রী অনুরাগীদের শুভেচ্ছা জানিয়ে একটি ছবি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। আর এখানেই বাঁধে বচসা। ছবিতে হলুদ মুখোশের পিছনে ছিলেন হুমা। তাঁর মুখ দেখা যাচ্ছিল না। খোলা চুলে একটি কালো রঙের পোশাকে সেলফি তুলেছেন অভিনেত্রী। এই ছবিকেই নিজের বলে দাবি এখন দাবি জানাচ্ছেন সোনাক্ষী।
View this post on Instagram
হুমার পোস্টে সোনাক্ষী সিনহা কমেন্ট করেছেন যে, “আমার অনুমতি ছাড়া তুমি কেন আমার ছবি পোস্ট করেছ? এবং সেটাকে নিজের বলে চালিয়ে দিচ্ছো।” যদি এখানেই শত্রুঘ্ন-কন্যা থেমে থাকেননি। নিজের ইনস্টা স্টোরিতে হুমার এই পোস্ট শেয়ার করে তিনি লিখেছেন, “শুধুমাত্র প্রশংসা পাওয়ার আশায় আমার ছবি নিজের বলে চালিয়ে পোস্ট করা বন্ধ করো। তোমাকে আইনি নোটিস পাঠাচ্ছি”।

সোনাক্ষির ইনস্টা স্টোরি
‘হ্যাপি হ্যালোইন। গত রাতের ছবি’ ক্যাপশনে লিখে হুমা ছবি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। সেই পোস্টে লাল হার্টের ইমোজি দিয়েছেন টুইঙ্কেল খান্নাও। আর তার নীচের কমেন্টই হল সোনাক্ষীর। হুমার ভাই অভিনেতা সাকিব সেলিমও এই বিষয়ে এগিয়ে আসতে পিছু পা হননি। তিনিও মজার ছলেই সোনাক্ষীর কমেন্টের উত্তরে লেখেন, ‘হাহাহা এখানেও চিটিং!’ সাকিবকে উত্তরে সোনাক্ষী বলেন, “সাকিব সেলিম ও আমার ছবিকে নিজের বলে শেয়ার করে শুধুমাত্র নিজেকে সুন্দরী প্রমাণ করার চেষ্টা করছে। ওকে বোঝাও কিছু”। যদিও পুরো বিষয়টাই মজার ছলে করা, তা বুঝতে বাকি নেই আর কারোরই।
হুমাকে শেষবার দেখা গিয়েছিল অক্ষয় কুমারের সঙ্গে বেটবটমে। এই একই ছবিতে তাঁর সঙ্গে অভিনয় করেছিলেন লারা দত্ত, বাণী কাপুর এবং আদিল হুসেন। শীঘ্রই তাঁকে আবার দেখা যাবে ভালিমাই ছবিতে। এই ছবিতে হুমা ছাড়াও অজিত কুমার এবং কার্তিকেয় গুম্মাকোন্ডা অভিনয় করছেন। অন্যদিকে সোনাক্ষী সিনহা ব্যস্ত হরর-কমেডি সিনেমা ‘কাকুদা’ এর শুটিংয়ে। তাঁর সঙ্গে এই ছবিতে অভিনয় করেছেন রিতেশ দেশমুখ এবং সাকিব সেলিম।
আরও পড়ুন: নেপালের রাস্তায় দারুণ ইংরেজি বলা পথ শিশুকে স্কুলে ভর্তি করার আশ্বাস দিলেন অনুপম খের
আরও পড়ুন: ছেলের সঙ্গে রাইফেল চালালেন সইফ, খুদের কাণ্ড দেখে অবাক নেটিজ়েন
আরও পড়ুন: আরিয়ানের বেড়ে ওঠা নিয়ে প্রশ্ন তুলেছিলেন, শাহরুখের জন্মদিনে কী লিখলেন শত্রুঘ্ন?





