AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Viral Video: মুখ কেন ঢাকা! গাড়িতে লুকিয়ে কোন পুরুষ বন্ধু! শাহরুখ কন্যাকে সরাসরি প্রশ্ন নেটদুনিয়ার

Suhana Khan: কোন অজ্ঞাত পুরুষকে নিয়ে সোজা বাড়িতে ঢুকে গেলেন সুহানা! শাহরুখ কন্যাকে নিয়ে চিন্তায় নেটদুনিয়া।

Viral Video: মুখ কেন ঢাকা! গাড়িতে লুকিয়ে কোন পুরুষ বন্ধু! শাহরুখ কন্যাকে সরাসরি প্রশ্ন নেটদুনিয়ার
| Edited By: | Updated on: Mar 24, 2022 | 4:17 PM
Share

শাহরুখ কন্যা সুহানাকে নিয়ে নয়া জল্পনা নেটদুনিয়ায়। জন্মলগ্ন থেকেই সেলেব কিডরা থাকেন লাইম লাইটে, তাঁদের লুক থেকে শুরু করে ফ্যাশন, কেরিয়ার গ্রাফ থেকে শুরু করে বি-টাউ ডেবিউ, সব নিয়ে প্রশ্নে অন্তনেই। আর সেই স্টারেদের ব্যক্তিগত জীবনে যদি উঁকি মারার সুযোগ মেলে, তবে কি তা হাত ছাড়া করা যায়! বোধহয় নয়। আর সেই তালিকাতে থাকা অন্যতম দুই নাম হল আরিয়ান ও সুহানা খান। শাহরুখ সন্তানদের নিয়ে দর্শক মনে কৌতুহলের অভাব নেই।

তাঁরা কখন কী করছেন, কোন পরিচালকের সঙ্গে দেখা করতে যাচ্ছেন, বা কোন ছবিতে তাঁরা আসছেন, আদৌ কি তাঁরা সিনে দুনিয়ায় থাকবেন! এমনি নানা প্রশ্ন ঘুরে বেড়ায় নেটপাড়ায়। আর সদ্য সেই জল্পনাতেই ঘি ঢেলে সুহানা হয়ে উঠলেন ভাইরাল। একাধিক পুরুষ বন্ধুর সঙ্গে নাম জড়িয়েছে সুহানার, কখনও পার্টি, কখনও কলেজলাইফ, ঠিক কাকে মন দিয়ে বসেছেন এই সেলেব, তা জানার জন্য অধীর আগ্রহে বসে থাকে নেটদুনিয়া।

আর এবার দিনের আলোতেই খুল্লাম খুল্লা বন্ধুকে নিয়ে মন্নতে ঢুকলেন সুহানা। গাড়ি আসতে দেখেই ঝাঁপিয়ে পড়ল পাপরাজিৎরা।গাড়িতে থাকা ছেলেটি তৎক্ষণাৎ মুখ ঢেকে ফেলল  হাত দিয়ে। আর এই ভিডিয়োতেই এখন ভাসছে নেটদুনিয়া। ভরে উঠছে কমেন্ট বক্স, প্রশ্ন শয়ে শয়ে পাশে থাকা ছেলেটি কে! পাশে বসে থাকা ব্যক্তিটির সঙ্গে সুহানার সম্পর্ক কী! যদিও এর সঠিক উত্তর এখনও মেলেনি, তবে কোথাও গিয়ে যেন একই ছন্দে গাঁথা সেলেব ও সমালোচনা ঘিরে নিত্য নতুন ওঠা তর্ক বিতর্কের প্রসঙ্গে সুহানার নামটি প্রায়সই এসে থাকে। সে তাঁর শর্ট ফিল্ম হোক বা প্রেমপর্ব, বন্ধু হোক বা কেরিয়ার, যদিও বর্তমানে এসব জলভাত তাঁর কাছে, তবে ভক্তদের প্রশ্নের নেই কোনও বিরাম বিশ্রাম, লক্ষ্যে কেবল একটাই প্রসঙ্গ, তবে কি বাড়িতে বসে শাহরুখের নাকের ডগায় প্রেম করছে সুহানা!

আরও পড়ুন- Viral News: অন্তঃসত্ত্বা দ্যুতিকে নিয়ে হাসির রোল, নেটিজেনদের কান্ড দেখে এ কী করলেন গাঁটছড়ার শ্রীমা!

আরও পড়ুন- Viral Video: ‘আজ কি মেক-আপ করেননি!’ কী এমন কাণ্ড ঘটিয়ে ট্রোলের শিকার কিয়ারা

আরও পড়ুন- Lata Mangeshkar: শেষ দেওয়া কথা রাখতে পারেননি লতা মঙ্গেশকর, কীসের আক্ষেপ ‘দ্য কাশ্মীর ফাইলস’ পরিচালক বিবেক অগ্নিহোত্রীর