AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

স্টিভেন স্পিলবার্গের কালজয়ী ছবি ‘জুরাসিক পার্ক’-এর অফার ফিরিয়েছিলেন শ্রীদেবী, জানতেন?

১৯৯৩ সালে হলিউড ছবি 'জুরাসিক পার্ক'-এর অফার পেয়েছিলেন শ্রীদেবী। সেই সময় কেরিয়ারের শীর্ষে ছিলেন অভিনেত্রী। ছবিটি তাঁর স্টেটাসের সঙ্গে মানানসই নয় বলে মনে হয়েছিল শ্রীদেবীর। তাই ফিরিয়েছিলেন অনায়াসে।

| Edited By: | Updated on: Aug 13, 2021 | 2:25 PM
Share
আজ ১৩ অগাস্ট। আজ শ্রীদেবীর জন্মদিন। বেঁচে থাকলে তাঁর বয়স হত ৫৮ বছর। তিনিই প্রথম বলি অভিনেত্রী, যাঁর নামের আগে বসেছিল সুপারস্টার তকমা।

আজ ১৩ অগাস্ট। আজ শ্রীদেবীর জন্মদিন। বেঁচে থাকলে তাঁর বয়স হত ৫৮ বছর। তিনিই প্রথম বলি অভিনেত্রী, যাঁর নামের আগে বসেছিল সুপারস্টার তকমা।

1 / 11
শ্রীদেবীর আসল নাম শ্রী আম্মা ইয়াংগের আয়াপান। বাবা আয়াপান ছিলেন তামিল নাড়ুর শিবকাশীর আইনজীবী, মা রাজেশ্বরীর বাড়ি ছিল তিরুপতিতে। এক দিদি ও দুই সৎ ভাই ছিল শ্রীদেবীর।

শ্রীদেবীর আসল নাম শ্রী আম্মা ইয়াংগের আয়াপান। বাবা আয়াপান ছিলেন তামিল নাড়ুর শিবকাশীর আইনজীবী, মা রাজেশ্বরীর বাড়ি ছিল তিরুপতিতে। এক দিদি ও দুই সৎ ভাই ছিল শ্রীদেবীর।

2 / 11
শিশুশিল্পী হিসেবে রুপোলি পর্দায় পা রাখেন শ্রীদেবী। ছোট বয়সে মা ও দিদি ফিল্ম সেটে যেতেন শ্রীদেবীর সঙ্গে। ১৯৭৩ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত এমনটাই চলেছিল।

শিশুশিল্পী হিসেবে রুপোলি পর্দায় পা রাখেন শ্রীদেবী। ছোট বয়সে মা ও দিদি ফিল্ম সেটে যেতেন শ্রীদেবীর সঙ্গে। ১৯৭৩ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত এমনটাই চলেছিল।

3 / 11
তামিল সুপারস্টার রজনীকান্তের সৎ মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন শ্রীদেবী। ছবির নাম 'মুন্দ্রু মুডিচু'। ১৯৭৬ সালে মুক্তি পেয়েছিল সেই ছিল। ছবিতে রজনীকান্তের থেকে বেশি পারিশ্রমিক পেয়েছিলেন শ্রীদেবী।

তামিল সুপারস্টার রজনীকান্তের সৎ মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন শ্রীদেবী। ছবির নাম 'মুন্দ্রু মুডিচু'। ১৯৭৬ সালে মুক্তি পেয়েছিল সেই ছিল। ছবিতে রজনীকান্তের থেকে বেশি পারিশ্রমিক পেয়েছিলেন শ্রীদেবী।

4 / 11
১৯৭৯ সালে বলিউডে ডেবিউ করেন শ্রীদেবী। ছবির নাম 'সোলা সাওয়ান'। ছবিতে তাঁর পারফরম্যান্স দারুণ প্রশংসিত হয়। তারপর একের পর এক ছবিতে ডাক আসতে থাকে। ধীরে ধীরে গোটা দেশে জনপ্রিয় হয়ে ওঠেন শ্রীদেবী। বহু পুরস্কার পেয়েছেন। জাতীয় পুরস্কার ও ফিল্মফেয়ার অ্য়াওয়াডের পাশাপাশি পান পদ্মশ্রীও।

১৯৭৯ সালে বলিউডে ডেবিউ করেন শ্রীদেবী। ছবির নাম 'সোলা সাওয়ান'। ছবিতে তাঁর পারফরম্যান্স দারুণ প্রশংসিত হয়। তারপর একের পর এক ছবিতে ডাক আসতে থাকে। ধীরে ধীরে গোটা দেশে জনপ্রিয় হয়ে ওঠেন শ্রীদেবী। বহু পুরস্কার পেয়েছেন। জাতীয় পুরস্কার ও ফিল্মফেয়ার অ্য়াওয়াডের পাশাপাশি পান পদ্মশ্রীও।

5 / 11
 প্রথম দিকে হিন্দি ভাষায় কথা বলতে অসুবিধে হত শ্রীদেবীর। তাঁর কথায় দক্ষিণ ভারতীয় টান ছিল। তাই শুরুতে রেখা ডাবিং করেছিলেন শ্রীদেবীর হয়ে। রেখা ছাড়াও নাজ ডাব করেছিলেন তাঁর হয়ে। পরবর্তীকালে 'চাঁদনী' ছবিতেই প্রথমবার নিজের সংলাপ নিজে ডাব করেছিলেন শ্রীদেবী।

প্রথম দিকে হিন্দি ভাষায় কথা বলতে অসুবিধে হত শ্রীদেবীর। তাঁর কথায় দক্ষিণ ভারতীয় টান ছিল। তাই শুরুতে রেখা ডাবিং করেছিলেন শ্রীদেবীর হয়ে। রেখা ছাড়াও নাজ ডাব করেছিলেন তাঁর হয়ে। পরবর্তীকালে 'চাঁদনী' ছবিতেই প্রথমবার নিজের সংলাপ নিজে ডাব করেছিলেন শ্রীদেবী।

6 / 11
অসম্ভব পরিশ্রমী ছিলেন শ্রীদেবী। একবার ১০৩ জ্বর নিয়ে 'না জানে কহা সে আয়া হ্যায়' ছবির শুটিং করেছিলেন। ১৯৯১ সালে 'লামহে' ছবির শুটিং চলাকালীন বাবাকে হারিয়েছিলেন। বাবার কাছে যেতে পারেননি। চার বছর পর মাকে হারান। ১৯৮৫ থেকে ১৯৯২ সাল পর্যন্ত সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া বলিউড অভিনেত্রী ছিলেন শ্রীদেবী। সেই সময় বহু ধনী আমেরিকান ও ব্রিটিশ পরিবার থেকে বিয়ের প্রস্তাব পেয়েছিলেন।

অসম্ভব পরিশ্রমী ছিলেন শ্রীদেবী। একবার ১০৩ জ্বর নিয়ে 'না জানে কহা সে আয়া হ্যায়' ছবির শুটিং করেছিলেন। ১৯৯১ সালে 'লামহে' ছবির শুটিং চলাকালীন বাবাকে হারিয়েছিলেন। বাবার কাছে যেতে পারেননি। চার বছর পর মাকে হারান। ১৯৮৫ থেকে ১৯৯২ সাল পর্যন্ত সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া বলিউড অভিনেত্রী ছিলেন শ্রীদেবী। সেই সময় বহু ধনী আমেরিকান ও ব্রিটিশ পরিবার থেকে বিয়ের প্রস্তাব পেয়েছিলেন।

7 / 11
১৯৯৩ সালে হলিউড ছবি 'জুরাসিক পার্ক'-এর অফার পেয়েছিলেন শ্রীদেবী। সেই সময় কেরিয়ারের শীর্ষে ছিলেন অভিনেত্রী। ছবিটি তাঁর স্টেটাসের সঙ্গে মানানসই নয় বলে মনে হয়েছিল শ্রীদেবীর। তাই ফিরিয়েছিলেন অনায়াসে।

১৯৯৩ সালে হলিউড ছবি 'জুরাসিক পার্ক'-এর অফার পেয়েছিলেন শ্রীদেবী। সেই সময় কেরিয়ারের শীর্ষে ছিলেন অভিনেত্রী। ছবিটি তাঁর স্টেটাসের সঙ্গে মানানসই নয় বলে মনে হয়েছিল শ্রীদেবীর। তাই ফিরিয়েছিলেন অনায়াসে।

8 / 11
শ্রীদেবীর দুই মেয়ে জাহ্নবী ও খুশির নামকরণ হয় তাঁর দুটি ছবির চরিত্রের নাম থেকে। 'জুদাই' ছবিতে শ্রীদেবীর চরিত্রের নাম ছিল জাহ্নবী ও 'হামারা দিল আপকে পাস হ্যায়' ছবিতে তাঁর চরিত্রের নাম ছিল খুশি।

শ্রীদেবীর দুই মেয়ে জাহ্নবী ও খুশির নামকরণ হয় তাঁর দুটি ছবির চরিত্রের নাম থেকে। 'জুদাই' ছবিতে শ্রীদেবীর চরিত্রের নাম ছিল জাহ্নবী ও 'হামারা দিল আপকে পাস হ্যায়' ছবিতে তাঁর চরিত্রের নাম ছিল খুশি।

9 / 11
প্লেব্যাক গায়িকা ছিলেন শ্রীদেবী। 'চাঁদনী', 'গরাজনার' তো ছবিতে প্লেব্যাক করেছিলেন অভিনেত্রী।

প্লেব্যাক গায়িকা ছিলেন শ্রীদেবী। 'চাঁদনী', 'গরাজনার' তো ছবিতে প্লেব্যাক করেছিলেন অভিনেত্রী।

10 / 11
সলমন খানের মতো ছবি আঁকতে ভালবাসতেন শ্রীদেবীও। যে কারণে ছবি আঁকার কারণে দুই তারকার মধ্যে বন্ধুত্ব তৈরি হয়েছিল। শ্রীদেবী ছবি আঁকা বন্ধ করে দিয়েছেন জেনে সলমন তাঁকে উদ্বুদ্ধ করেছিলেন।

সলমন খানের মতো ছবি আঁকতে ভালবাসতেন শ্রীদেবীও। যে কারণে ছবি আঁকার কারণে দুই তারকার মধ্যে বন্ধুত্ব তৈরি হয়েছিল। শ্রীদেবী ছবি আঁকা বন্ধ করে দিয়েছেন জেনে সলমন তাঁকে উদ্বুদ্ধ করেছিলেন।

11 / 11