AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Relationship Gossip: বাড়িতে বার বানাতে চান ক্যাটরিনা, শোনা মাত্রই এ কী করলেন ভিকি?

Relationship: যদিও ট্রোলিংকে বুড়ো আঙ্গুল দেখিয়ে রীতিমত ভিকি কৌশলের সঙ্গে সংসার করছেন ক্যাটরিনা কইফ। বড় হয়েছেন তিনি বিদেশে তাই বিদেশের ধ্যান-ধারণা সংস্কার সবটাই রয়েছে তাঁর রক্তে। তবে কি মানিয়ে নিতে পারছেন না ভিকির পরিবারে ক্যাট?

Relationship Gossip: বাড়িতে বার বানাতে চান ক্যাটরিনা, শোনা মাত্রই এ কী করলেন ভিকি?
| Edited By: | Updated on: May 16, 2023 | 9:30 PM
Share

বিয়ের পর কড়া হাতে সংসার সামলাচ্ছেন ভিকি কৌশল। একের ছবি করে তিনি ভক্তদের মনে জায়গা করে নিয়েছেন। তবে সর্বাধিক চর্চারকেন্দ্রিক স্থান হয় তাঁর অভিনেত্রী ক্যাটরিনা কাইফের সঙ্গে সম্পর্কে জড়িয়ে। এই সিদ্ধান্তকে অনেকেই বিশ্বাস করে উঠতে পারছিলেন না। ক্যাটরিনা কাইফ বলিউডের ডাক- সাইটের অভিনেত্রী। তাঁর পাশে যেন এক কথায় বেশ ‘বেমানান’ ভিকি কৌশল। নেটিজেনরা কটাক্ষ করতে বিন্দুমাত্র পিছপা হননি। যদিও ট্রোলিংকে বুড়ো আঙ্গুল দেখিয়ে রীতিমত ভিকি কৌশলের সঙ্গে সংসার করছেন ক্যাটরিনা কইফ। বড় হয়েছেন তিনি বিদেশে তাই বিদেশের ধ্যান-ধারণা সংস্কার সবটাই রয়েছে তাঁর রক্তে।

তাঁর ঘর, তাঁর পরিবার, তাঁর আদব-কায়দায়, তার ছাপ থাকবে না সে কি হয়! তাই শ্বশুরবাড়িতে গিয়ে নিজের সেইসব পূরণের ইচ্ছে প্রকাশ করেছিলেন ক্যাটরিনা। জানিয়েছিলেন তিনি বাড়িতেই একটি বার তৈরি করতে চান। তবে ভিকি কৌশলের পরিবার বেশ সাবেকি মানসিকতার। এমনটা তাঁর পরিবারে অতীতে ঘটেন। তাই কি এবারও কোনরকম ঝুঁকি নিলেন না ভিকি কৌশল? পরিবারের ইচ্ছে বজায় রাখতে ক্যাটরিনাকে মুখের উপর ‘না’ জানিয়ে দিলেন তিনি?

না এমনটা নয়। এক সাক্ষাৎকারে ভিকি নিজেই জানান, একবার ক্যাটরিনা একটি বার কিনতে চেয়েছিল তাঁর বাড়ির জন্য। কিন্তু ভিকি তা কিনে দিতে পারেননি। কারণ একটাই, বারের দাম। ভিকির কথায় যা দাম তা তাঁর একটি ছবির পারিশ্রমিক। তিনি ক্যাটকে বলেছিলেন না, তিনি পারবেন না। বদলে তিনি টাই পরে দাঁড়িয়ে পড়বেন, নিজে ড্রিঙ্ক পরিবেশন করবেন। যদিও তাঁর এই কথায় বিন্দুমাত্র কিছু মনে করেননি ক্যাটরিনা বলেই জানান ভিকি। ক্যাটরিনা বেশ মানিয়ে নিয়েছেন ভিকি ও তাঁর পরিবারের সঙ্গে। জয়েন্ট পরিবারের আদব-কায়দা মানিয়ে নেওয়া একসঙ্গে থাকা সবটাই ধীরে ধীরে অভ্যেসে পরিণত হচ্ছে ক্যাটরিনার। ভিকির কথায় তিনি ধীরে ধীরে পাঞ্জাবি ও শেখাচ্ছেন তাঁর স্ত্রীকে।