Vicky-Katrina: এক বছরে কতটা পঞ্জাবি শিখলেন ক্যাটরিনা? উত্তর দিলেন ভিকি

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Dec 16, 2022 | 1:05 PM

Vicky-Katrina: প্রসঙ্গত, তাঁদের বিয়ের ঘোষণার সঙ্গে সঙ্গেই নেটমাধ্যমে ছড়িয়ে পড়েছিলেন নিন্দা। অনেকেই দাবি করেছিলেন এই সম্পর্ক বুঝি টিকবে না। অনেকে আবার আখ্যা দিয়েছিলেন ‘পাব্লিসিটি স্টান্ট’ হিসেবে।

Vicky-Katrina: এক বছরে কতটা পঞ্জাবি শিখলেন ক্যাটরিনা? উত্তর দিলেন ভিকি
প্রথম থেকেই রাখঢাক ছিল এই বিয়ে ঘিরে চুরান্ত। তাই বলে ভিকি কৌশলের মুখ বন্ধ রাখা সম্ভব নয়, আড্ডার আসরে ফাঁস করলেন বাসর ঘরের অন্দরমহলের কাহিনি।

Follow Us

পঞ্জাবি পরিবারে বিয়ে হয়ে এসেছেন ক্যাটরিনা কাইফ (Katrina Kaif)। হিন্দি শিখেছিলেন কাজের তাগিদে, আর পঞ্জাবি? তা কতটা রপ্ত করতে পেরেছেন অভিনেত্রী? মুখ খুললেন অভিনেত্রীর স্বামী ভিকি কৌশল। জানিয়েছেন, এই এক বছরে বেশ ভালই পঞ্জাবি রপ্ত করতে পেরেছেন তিনি। অল্পস্বল্প পঞ্জাবি বলেও ফেলেন এখন তিনি। ওদিকে আবার ভিকির বাবা-মাও ভালবেসে তাঁকে ডাকেন ‘কিট্টু’ বলে। আর পঞ্জাবি ভাষায় ক্যাটরিনার প্রিয় শব্দ কোনটি? ভিকির উত্তর, ‘হানজি’। ছোট থেকে ‘হ্যাঁ’ বা বলে ‘হানজি’ই বলতেন তিনি। ক্যাটরিনা ও তাঁর কথোপকথনেও ‘হানজি’ ব্যবহার চলতেই থাকে। আজ অর্থাৎ শুক্রবার ভিকি কৌশলের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ। মুক্তি পাচ্ছে ভিকি কৌশলের পরবর্তী ছবি ‘গোবিন্দা নাম মেরা’। ছবিতে গোবিন্দা ছাড়াও রয়েছেন কিয়ারা আডবাণী ও ভূমি পেদনেকর। আদ্যপান্ত ডার্ক কমেডিতে এই প্রথম দেখা যাবে তাঁকে।

এ তো গেল কাজের কথা। কিছু দিন আগেই বিয়ের এক বছর পূর্ণ করেছেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। ২০১৮ সাল। মুক্তি প্রায় ভিকি কৌশলের ছবি ‘মনমারজিয়া’। ওই ছবির ট্রেলারে ভিকিকে দেখেই মুগ্ধ হন ক্যাটরিনা। তাঁর কথায়, “আমার মনে আছে প্রযোজক আনন্দ এল রাই আমায় ‘মনমারজিয়া’ ছবির একটি প্রোমো দেখিয়েছিলেন। আমি দেখেই তাঁকে জিজ্ঞাসা করি ‘এই ছেলেটি কে’? আমি দেখে মুগ্ধ হয়ে গিয়েছিলাম। এত সাবলীন একজন অভিনেতা। এত নিখুঁত একজন মানুষ।” ইন্ডাস্ট্রিতে বহুদিন কাটান ক্যাটরিনা বুঝেছিলেন ভিকির মধ্যে ট্যালেন্ট রয়েছে। এরপর যে কোথা থেকে কী হয়ে গেল, তা তাঁরা নিজেরাই জানেন না।

প্রসঙ্গত, তাঁদের বিয়ের ঘোষণার সঙ্গে সঙ্গেই নেটমাধ্যমে ছড়িয়ে পড়েছিলেন নিন্দা। অনেকেই দাবি করেছিলেন এই সম্পর্ক বুঝি টিকবে না। অনেকে আবার আখ্যা দিয়েছিলেন ‘পাব্লিসিটি স্টান্ট’ হিসেবে। কিন্তু এখনও পর্যন্ত দিব্যি রয়েছেন তাঁরা। কেটে গেল গোটা এক বছরও আগামী দিনগুলোতেও একইও ভাবে দুজন দুজনের পাশে থেকে যেতে চান।

Next Article