সলমন খানের সঙ্গে ঠিক কেমন সম্পর্ক বলিউড স্টার অক্ষয় কুমারের (Akshay Kumar)? এই প্রসঙ্গে অতীতে খুব একটা খবর সামনে আসতে দেখা যায়নি। সাধারণত তিন খানের মধ্যে থাকা বিবাদ, বচসা কিংবা সমঝোতার খবরেই বেশি নজর রেখে এসেছে ভক্তমহল। অক্ষয় কুমার খানেদের পাশাপাশি নিজের একটি জায়গা করে নিয়েছিলেন বলিউড বক্স অফিসে। যেখানে বলে-বলে ছয় মারতে দেখা গিয়েছে তাঁকে। খানেদের পাল্লা দিয়ে তিনি নিজের জায়গা যেভাবে পাকা করে নিয়েছিলেন, তা এক কথায় বলাই বাহুল্য। বহিরাগত হয়ে বলিউডে যেভাবে তিনি নিজের পায়ের তলার মাটি শক্ত করে নিয়েছিলেন, তা এক কথায় নিদর্শন। শাহরুখ খানকে (Salman Khan) দেখে ঠিক যেভাবে অনেকেই অনুপ্রাণিত, তেমনই অক্ষয় কুমারও নিজের জায়গা তৈরি করতে কঠিন পরিশ্রম করেছিলেন। সলমন খানের (Salman Khan) ক্ষেত্রেও বিষয়টা ব্যতিক্রম নয়। নেপোটিজ়মের (Nepotism) তকমা গায়ে থাকলেও তিনি প্রমটায় বেজায় পরিশ্রম করে বি-টাউনে জায়গা করে নিয়েছিলেন।
বর্তমানে বিটাউন প্রতিযোগিতা ভুলে একযোগে লড়াই করছে নিজেদের গোল্ডেন সময় ফিরে পেতে। বক্স অফিসে দাপটের সঙ্গে রাজত্ব করতে প্রতিটা স্টারই চাইছে বিভিন্ন সেলেবের ফ্যানদের একযোগ করতে। তাই সাম্প্রতিককালে বিভিন্ন স্টারের ছবিতে বিভিন্ন স্টারদের উপস্থিত থাকতে দেখা যাচ্ছে। একে অপর স্টারকে নিয়ে কথা বলতে শোনা যাচ্ছে, এবার তেমনই এক নিদর্শন সকলের সামনে রাখলেন সলমন খান।
অতীতের এক ভাইরাল ভিডিয়ো শেয়ার করলেন তাঁর ইনস্টা স্টোরিতে। যেখানে দেখা যায় অক্ষয় কুমারের চোখ ভর্তি জল। তাঁর বোন অলকা ভাটিয়া তাঁর দাদাকে উদ্দেশ্য করে জানান, ছোট থেকে পরিবারের যে লড়াই সে দেখেছে, যেভাবে প্রতিটা পদক্ষেপে অক্ষয় কুমার তাঁদের পাশে থেকেছেন, বাবা চলে যাওয়ার পর সমস্ত দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে, তার জন্য তিনি সত্যি কৃতজ্ঞ। শেষ কবে তিনি নিজের জন্য শপিং করেছেন মনে পড়ে না। কারণ অক্ষয় যখনই বাড়ি যায় বোঝাই করে বোনের জন্য জিনিস নিয়ে যায়। বোনের এই কথাগুলো শোনার পর চোখের জল ধরে রাখতে পারেন না অক্ষয় কুমার।
সেই ভিডিয়ো শেয়ার করেই সলমন খান লিখলেন- ‘আমিও এমনই পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছি, এটা সকলের সঙ্গে শেয়ার করা প্রয়োজন ছিল। ঈশ্বর তোমার মঙ্গল করুক আক্কি, সত্যি অনবদ্য, এটা দেখে ভিষণ ভাল লাগল, এভাবেই কাজ করে যাও…।’ সলমনের এই পোস্ট দেখা মাত্রই পাল্টা ধন্যাবদ জানাতে ভুললেন না অক্ষয়। তিনিও লিখলেন- ‘সত্যি তোমার বার্তা আমার মন ছুঁয়ে গেল। সলমন সত্যি খুব ভাল লাগল। ঈশ্বর তোমারও মঙ্গল করুক।’