Amitabh Bachchan: ‘রক্ত বয়ে যায়…’, কেন বলে উঠলেন অমিতাভ?

Amitabh Bachchan on Blood: আসলে আগস্থ এবং অভিষেকের চেহারার বিপুল মিল খুঁজে পাওয়া গিয়েছে এই ছবিতে। তাতে মন্তব্য করতে ছাড়েননি নেটিজ়েনরা। অবস্থাকে অভিষেকের পুত্র হিসেবেও দাগিয়ে দেওয়া হয়েছে। নেটিজ়েনরা লিখেছেন, "মামা নয়, অভিষেককে মনে হচ্ছে আগস্থের বাবা"। মামা-ভাগ্নের মধ্যে এই মিল দেখে কিছু তারকাও ভালবাসায় ভরিয়েছেন তাঁদের। অভিতাভের নাতনি এবং আগস্থর আপন বোন নব্যা নাভেলি নন্দাও ভালবাসা জানিয়েছেন তাঁদের।

Amitabh Bachchan: 'রক্ত বয়ে যায়...', কেন বলে উঠলেন অমিতাভ?
অমিতাভ বচ্চন, দীর্ঘ দিন ধরে তিনি কৌন বনেগা ক্রোড়পতি রিয়ালিটি শো সঞ্চালনা করেছেন। সেখানে তিনি এপিসোড পিছু নিয়ে থাকেন ৩-৪ লাখ টাকা।
Follow Us:
| Edited By: | Updated on: Dec 01, 2023 | 4:47 PM

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন অমিতাভ বচ্চন। এবং সেখানে তিনি পরিবারের দুই সদস্যকে নিয়ে মন্তব্য করেছেন। এই দুই সদস্য আর কেউ নন তাঁর পুত্র অভিষেক বচ্চন এবং নাতি আগস্থ নন্দা। সম্প্রতি ভিকি কৌশল অভিনীত ‘শাম বাহাদুর’ ছবির বিশেষ স্ক্রিনিংয়ে গিয়েছিলেন আগস্থ এবং অভিষেক। তাঁদের দু’জনের ছবি পোস্ট করে, “রক্ত বয়ে যায়” লিখেছেন অমিতাভ।

আসলে আগস্থ এবং অভিষেকের চেহারার বিপুল মিল খুঁজে পাওয়া গিয়েছে এই ছবিতে। তাতে মন্তব্য করতে ছাড়েননি নেটিজ়েনরা। অবস্থাকে অভিষেকের পুত্র হিসেবেও দাগিয়ে দেওয়া হয়েছে। নেটিজ়েনরা লিখেছেন, “মামা নয়, অভিষেককে মনে হচ্ছে আগস্থের বাবা”। মামা-ভাগ্নের মধ্যে এই মিল দেখে কিছু তারকাও ভালবাসায় ভরিয়েছেন তাঁদের। অভিতাভের নাতনি এবং আগস্থর আপন বোন নব্যা নাভেলি নন্দাও ভালবাসা জানিয়েছেন তাঁদের।

আগস্থ আসলে অমিতাভের কন্যা শ্বেতা বচ্চন নন্দার পুত্র। সম্প্রতি তাঁর অভিষেক ঘটেছে জয়া আখতারের ছবি ‘দ্য আর্চিজ়’-এ। ‘দ্যা আর্চিজ়’ মুক্তি পাবে ওটিটি প্লাটফর্মে। শাহরুখ খানের কন্যা সুহানা খানও আছেন সেই ছবিতে। তাঁর সঙ্গে প্রেমের গুঞ্জনও শোনা যাচ্ছে আগস্থর।