Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Shahrukh Struggle: সোফা কেনার টাকা নেই, ইচ্ছেপূরণ করতে গৌরীকে কী অনুরোধ করেন শাহরুখ

Secret Of SRK: একটা সময় নিজের স্ত্রীকে নূন্যতম সুবিধাটুকু দিতে পারেননি কিং। আজ বলিউডের সব থেকে দামী অভিনেতা একদিন গৌরীর কাছে স্বপ্নপূরণের আবদার করেছিলেন।

| Edited By: | Updated on: Apr 22, 2023 | 12:48 PM
বর্তমানে গৌরী খানের থেকে বাড়ি সাজানো এক কথায় অনেকেরই স্বপ্ন। কিন্তু একটা সময় সেই গৌরীর পকেটেই টাকা থাকত না যে তিনি নিজের পছন্দ মতো শাহরুখের ঘর সাজিয়ে দেবেন। শাহরুখ খানের তখন তেমন আয় ছিল না।

বর্তমানে গৌরী খানের থেকে বাড়ি সাজানো এক কথায় অনেকেরই স্বপ্ন। কিন্তু একটা সময় সেই গৌরীর পকেটেই টাকা থাকত না যে তিনি নিজের পছন্দ মতো শাহরুখের ঘর সাজিয়ে দেবেন। শাহরুখ খানের তখন তেমন আয় ছিল না।

1 / 8
শাহরুখ খান সদ্য পাঠান ছবি করে ২০০ কোটি টাকা ঘরে তুলেছেন। এই ছবি করে তিনি যা আয় করেন, বর্তমানে তাঁর বাড়ি মন্নতের দামের সমান। এই শাহরুখই বিয়ে করে গৌরীকে নিয়ে ভাড়া বাড়িতে ছিলেন।

শাহরুখ খান সদ্য পাঠান ছবি করে ২০০ কোটি টাকা ঘরে তুলেছেন। এই ছবি করে তিনি যা আয় করেন, বর্তমানে তাঁর বাড়ি মন্নতের দামের সমান। এই শাহরুখই বিয়ে করে গৌরীকে নিয়ে ভাড়া বাড়িতে ছিলেন।

2 / 8
তবে স্ত্রীকে নিয়ে তাঁর গর্ব ও বিশ্বাস দুই ছিল। তাই যে কোনও আবদারই তিনি মন খোলে গৌরী খানের কাছে করতে পারতেন। একবার তাঁর একটি সোফা পছন্দ হয়েছিল। কিন্তু তা কেনার টাকা ছিল না শাহরুখের।

তবে স্ত্রীকে নিয়ে তাঁর গর্ব ও বিশ্বাস দুই ছিল। তাই যে কোনও আবদারই তিনি মন খোলে গৌরী খানের কাছে করতে পারতেন। একবার তাঁর একটি সোফা পছন্দ হয়েছিল। কিন্তু তা কেনার টাকা ছিল না শাহরুখের।

3 / 8
শাহরুখ খান তাঁর কেরিয়ারের ওঠানামা নিয়ে কোনও দিন রাখঢাক করেননি। মন খুলে বলে থাকেন তাঁর ও গৌরীর স্ট্রাগেলের সময়ের কথা। কীভাবে ধীরে ধীরে শাহরুখ খান বাদশা হয়ে ওঠে, সে কাহিনি কারও অজানা নয়।

শাহরুখ খান তাঁর কেরিয়ারের ওঠানামা নিয়ে কোনও দিন রাখঢাক করেননি। মন খুলে বলে থাকেন তাঁর ও গৌরীর স্ট্রাগেলের সময়ের কথা। কীভাবে ধীরে ধীরে শাহরুখ খান বাদশা হয়ে ওঠে, সে কাহিনি কারও অজানা নয়।

4 / 8
কিন্তু একটা সময় নিজের স্ত্রীকে নূন্যতম সুবিধাটুকু দিতে পারেননি কিং। আজ বলিউডের সব থেকে দামী অভিনেতা একদিন গৌরীর কাছে স্বপ্নপূরণের আবদার করেছিলেন।

কিন্তু একটা সময় নিজের স্ত্রীকে নূন্যতম সুবিধাটুকু দিতে পারেননি কিং। আজ বলিউডের সব থেকে দামী অভিনেতা একদিন গৌরীর কাছে স্বপ্নপূরণের আবদার করেছিলেন।

5 / 8
একটি সোফা কিনতে চেয়েছিলেন তিনি। কিন্তু সেই সোফা তাঁর আয়ত্তের বাইরে ছিল। সেই কারণে গৌরীকে বলেছিলেন ঠিক তেমনই একটা সোফা বানিয়ে দিতে।

একটি সোফা কিনতে চেয়েছিলেন তিনি। কিন্তু সেই সোফা তাঁর আয়ত্তের বাইরে ছিল। সেই কারণে গৌরীকে বলেছিলেন ঠিক তেমনই একটা সোফা বানিয়ে দিতে।

6 / 8
এরপর কিছু চামড়া ক্রয় করা হয়। শাহরুখ খানের কথায় সেটা কিনে কিছুদিন অপেক্ষা করেছিলেন তাঁরা। এরপর কার্পেন্টারের কাছে পৌঁছে গিয়েছিলেন তাঁরা।

এরপর কিছু চামড়া ক্রয় করা হয়। শাহরুখ খানের কথায় সেটা কিনে কিছুদিন অপেক্ষা করেছিলেন তাঁরা। এরপর কার্পেন্টারের কাছে পৌঁছে গিয়েছিলেন তাঁরা।

7 / 8
গৌরীর ডিজাইন করা সেই সোফা বানিয়ে নিয়েছিলেন শাহরুখ। ডিজাইনার সোফা কেনার সামর্থ তাঁর না থাকলেও গৌরীর বুদ্ধিতে একটি অসাধারণ সোফা ঘরে এসেছিল শাহরুখের।

গৌরীর ডিজাইন করা সেই সোফা বানিয়ে নিয়েছিলেন শাহরুখ। ডিজাইনার সোফা কেনার সামর্থ তাঁর না থাকলেও গৌরীর বুদ্ধিতে একটি অসাধারণ সোফা ঘরে এসেছিল শাহরুখের।

8 / 8
Follow Us: