Katrina Kaif: ‘আমি ডাকিনি’, প্রকাশ্যে কার ওপর মেজাজ হারালেন ক্যাটরিনা?

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Nov 07, 2023 | 2:46 PM

Katrina Kaif: মুম্বই নগরীতে পাপারাৎজি কালচার কম নয়। আর সেই সূত্রেই প্রতিটা মুহূর্তে তাঁদের কাছে খবর থাকে কবে কোন সেলেব কখন কোথায় থাকছেন? যা নিয়ে চর্চাও কম হচ্ছে না। তবে সব ক্ষেত্রে কী সত্যি তাঁদের সেলেবরা ডাকেন? নাকি অন্য কোনও সূত্র মারফৎ তাঁরা জেনে যান কে কখন কোথায় থাকছেন? এ

Katrina Kaif: আমি ডাকিনি, প্রকাশ্যে কার ওপর মেজাজ হারালেন ক্যাটরিনা?
যাতে হাত ও গালের মাঝে ফাঁক না বোঝা যায়। এরপরই চর্চা ওঠে তুঙ্গে। ঝড়ের গতিতে এভাইরাল হয়েছিল সেই ক্লিপিং। যদিও সবটাই হাসি ও মজার সঙ্গেই দর্শক দরবারে উপস্থাপনা করেছিলেন জুটি। তাঁদের মধ্যে কোনও মানঅভিমানের পালা তখনও ছিল না, বর্তমানেও নেই।

Follow Us

সামনেই ছবির মুক্তি। তাই বেশ কয়েকদিন পর আবারও খবরের শিরোনামে জায়গা করে নিয়েছেন অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। ঝড়ের গতিতে ভাইরাল এখন তাঁর প্রতিটা পদক্ষেপ। বিয়ের পর এতবড় রিলিজ় তাঁর এই প্রথম। বিয়ের মুরসুমেই চলছিল ছবির কাজ। একের পর এক শিডিউল শেষ করছিলেন ক্যাটরিনা। খবরের শিরোনামে জায়গা করে নিয়েছিল সলমন ও ক্যাটরিনা জুটি আবারও ফিরছে পর্দায়। যা নিয়ে দর্শক মনে উত্তেজনার পারদ ছিল তুঙ্গে। তবে এবার অপেক্ষার পালা শেষ, কারণ ছবি মুক্তির পথে। তবে এমন সময় এ কী কাণ্ড ঘটল? কার ওপর মেজাজ হারালেন ক্যাটরিনা কাইফ? না, ভয় পাওয়ার কিছু নেই ঘটনাটি ঘটলেও তা সম্প্রতিতে ঘটেনি। এক পুরোনো ভিডিয়ো এখন নেটপাড়ায় ভাইরাল।

মুম্বই নগরীতে পাপারাৎজি কালচার কম নয়। আর সেই সূত্রেই প্রতিটা মুহূর্তে তাঁদের কাছে খবর থাকে কবে কোন সেলেব কখন কোথায় থাকছেন? যা নিয়ে চর্চাও কম হচ্ছে না। তবে সব ক্ষেত্রে কী সত্যি তাঁদের সেলেবরা ডাকেন? নাকি অন্য কোনও সূত্র মারফৎ তাঁরা জেনে যান কে কখন কোথায় থাকছেন? একবার এই প্রসঙ্গেই ব্যপক অস্বস্তিতে পড়তে হয়েছিল ক্যাটনিরাকে। তিনি বিমান বন্দর থেকে বেরচ্ছিলেন। পাপারাৎজিরা তাঁকে ছেঁকে ধরেছিলেন। যদিও ক্যাটরিনার নিরাপত্তা রক্ষীরা সকলকে সরিয়ে দিয়ে তাঁর যাতায়াতের পথ পরিষ্কার করে দিচ্ছিলেন।

এমন সময়ই হঠাৎ এক পাপারাৎজি প্রশ্ন করে বসেন, ডাকলেন কেন তবে, তখনই ক্যাটরিনার কণ্ঠে শোনা যায় অন্য সুর। তিনি স্পষ্ট জানিয়ে দেন, আমি ডাকিনি। ক্যাটরিনাকে সচরাচর এভাবে ব্যবহার করতে দেখা যায় না। প্রতিটা ক্ষেত্রেই তিনি যথেষ্ট শান্ত থাকার চেষ্টা করেন, সকলের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করেন। তবে সেবার তিনি যেভাবে উত্তর দিয়েছিলেন, তাতে কোথাও গিয়ে যেন অনেকের মনেই প্রশ্ন দেখা দিয়েছিল।