AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ajay-Tabu Relation: একের পর এক ছবিতে অজয়-টাবু? আর রাখঢাক না করেই সত্যি বলে দিলেন অভিনেতা

Relation: দেবগণকে সামনে পেয়ে এবার এমনই প্রশ্ন করে বসলেন ভক্তরা। সম্প্রতি অজয় দেবগণকে দেখা গিয়েছে তাঁর আগামী ছবি ভোলার প্রচারে ব্যস্ত থাকতে।

Ajay-Tabu Relation: একের পর এক ছবিতে অজয়-টাবু? আর রাখঢাক না করেই সত্যি বলে দিলেন অভিনেতা
| Edited By: | Updated on: Mar 16, 2023 | 9:13 AM
Share

বক্স অফিসে বরাবরই অজয় দেবগণের চাহিদা তুঙ্গে। ঝড়ের গতিতে ভাইরাল হয় তাঁর প্রতিটা ছবির খবর। বিভিন্ন স্বাদের ছবি তিনি মাঝে মধ্যেই দর্শকদের উপহার দিয়ে থাকেন। তবে ছবির বিষয়বস্ত যেমনই হোক না কেন, বারে বারে তাঁর পাশে কেবল টাবুকেই দেখা যাচ্ছে। সম্প্রতি এই গুঞ্জন তুঙ্গে। বিটাউনে কম বেশি সকলের মনেই একই প্রশ্ন, কেন এই দুই স্টার বার বার একসঙ্গে কাজ করছেন? গোলমাল এগেইন, দে দে পেয়ার দে, বিজয়পথ, হকিকত, তক্ষক, ভোলা, দৃশ্যম সবেতেই এই জুটির যাদুতে মুগ্ধ আট থেকে আশি। তাঁদের পর্দায় রোম্যান্সই হোক বা সহকর্মী, সবেতেই যেন তাঁরা বড্ড বেশি মানানসইষ সেই কারণেই কি এই জুটিকে একসঙ্গে বার বার কাস্ট করা হচ্ছে।

অজয় দেবগণকে সামনে পেয়ে এবার এমনই প্রশ্ন করে বসলেন ভক্তরা। সম্প্রতি অজয় দেবগণকে দেখা গিয়েছে তাঁর আগামী ছবি ভোলার প্রচারে ব্যস্ত থাকতে। একটি আস্ত লড়ি নিয়ে বেড়িয়ে পড়েছিলেন তিনি বেশ কয়েকটি রাজ্যে দর্শকদের সঙ্গে দেখা করতে। ছবি নিয়ে এই পর্যায় প্রচার অতীতে দেখা যায়নি। তবে এখন ছবির প্রচার থেকে খানিকটা বিরতি নিলেন তিনি। নিজেই সোশ্যাল মিডিয়ায় হাজির হয়ে এমনটা জানালেন অভিনেতা। তিনি লিখলেন, ‘প্র্রচার থেকে বিরতি নিচ্ছি। আমার জন্য কিছু প্রশ্ন আছে? #AskBholaa কে জিজ্ঞাসা করুন।’

আর এই সুযোগই হাত ছাড়া করলেন না ভক্তরা। সাফ মনের প্রশ্ন উঠে এল সোশ্যাল মিডিয়ায়। যেখানে স্পষ্ট বলতে শোনা গেল অভিনেতাকে, তিনি টাবুর তারিখ পান, তাই তাঁর সঙ্গে ছবি করেন। উত্তর শুনে একবাক্যে বোঝাই যায় যে একা সঠিক নয়, তারিখ নেই অন্যদের বালেই বারে বারে টাবুর সঙ্গে কাজ করা নয়, বক্স অফিসে এই জুটি সফল. আর সেই কারণেই এই ঘরনার ছবিতে তাঁদের একসঙ্গেই দেখা যাচ্ছে। আগামী ছবি ভোলা-তেও তাঁদের দেখা যাবে একসঙ্গে।