Shah Rukh Khan: কোন শর্তে সঞ্জয়লীলার পদ্মাবত ছবিতে কাজ করেননি শাহরুখ?
Gossip: এই ছবির কেন্দ্রেই ছিল খিলজির চরিত্র। যা রণবীর সিং দাপটের সঙ্গে পর্দায় উপস্থিপন করেছেন। তবে জানেন কি এই ছবির প্রস্তাব প্রথম গিয়েছিল শাহরুখ খানের কাছে।
শাহরুখ খান মানেই পর্দায় দাপুটে উপস্থিতি। ঝড়ের গতিতে ভাইরাল হওয়া তাঁর এক একটি চরিত্র নিয়ে বিভিন্ন মহলে চর্চা তুঙ্গে। তবে একের পর এক বড় ছবির প্রস্তাব পলকে ফিরিয়েছেন শাহরুখ খান। চরিত্র বাছাইয়ের ক্ষেত্রে বরাবরই সচেতন কিং খান। তিনি প্রতিবার একটা বিষয় মাথায় রাখেন, সেই চরিত্রে তাঁর কী করার রয়েছে। নতুনত্ব কী? আর ঠিক সেই কারণেই শাহরুখ খান সঞ্জয়লীলা ভনসালির ছবি পদ্মাবতের প্রস্তাব ফিরিয়েছিলেন। এই ছবির কেন্দ্রেই ছিল খিলজির চরিত্র। যা রণবীর সিং দাপটের সঙ্গে পর্দায় উপস্থিপন করেছেন। তবে জানেন কি এই ছবির প্রস্তাব প্রথম গিয়েছিল শাহরুখ খানের কাছে।
আলাউদ্দিন খিলজির চরিত্রে অভিনয় করতে বলা হয় তাঁকে। কিন্তু শাহরুখ খান এই ছবির প্রস্তাব গ্রহণ করেননি কারণ এই চরিত্র সকলের পড়া। এই চরিত্র সকলের জানা। শাহরুখ খান নিজে থেকে এই চরিত্রতে কিছু যুক্ত করতে পারবেন না। কারণ হিসেবে শাহরুখ খান জানিয়েছিলেন, যে চরিত্র মানুষের জানা, তা হুবহু পর্দায় তুলে ধরাটায় কোনও নতুনত্ব থাকে না। যদিও তিনি দেবদাস ছবি করেছেন। তবে তা লিখিত চরিত্র। বাস্তব জীবন থেকে চরিত্র তুলে তাতে অভিনয় করার ইচ্ছে সেই সময় খুব একটা ছিল না শাহরুখ খানের।
সেই কারণেই খালি হাতে ফিরতে হয়েছিল সঞ্জয়লীলা ভনসালিকে। যদিও এই চরিত্রে পর্দায় আগুন ধরিয়েছেন রণবীর সিং। যা দেখা মাত্রই চমকে গিয়েছিলেন সকলে। বিশ্বাস করতে পারেননি নিজের চোখেকে। এইভাবেও যে নিজেকে ভেঙে গড়া যায় তা দস্তুর মতো প্রমাণ করে দিয়েছিলেন রণবীর সিং। তাঁকে সেই চরিত্রে দেখে এক কথায় অবাক হয়ে গিয়েছিলেন সকলেই। শাহরুখ খান এই চরিত্রে অভিনয় করলে তার উপস্থাপনা কেমন হতো, তা দর্শকদের কাছে এক কৌতুহলের বিষয় হয়ে থেকে গেলেও রণবীর সিং বিন্দু মাত্র আক্ষেপের জায়গা রাখেননি