Hera Pheri 3; ‘এটা অন্যায়’, পরেশ রাওয়ালের কোন কথায় মেজাজ হারাল অক্ষয় ভক্তরা

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Nov 12, 2022 | 7:20 AM

Kartik Aaryan; ভুল ভুলাইয়া ২ ছবি মুক্তির পর থেকেই জল্পনা ওঠে তুঙ্গে। আসছে হেরা ফেরি ৩। তবে এবারও সেই অক্ষয় কুমারের বদলে কি থাকছেন কার্তিক আরিয়ান!

Hera Pheri 3; এটা অন্যায়, পরেশ রাওয়ালের কোন কথায় মেজাজ হারাল অক্ষয় ভক্তরা
লাভ আজ কাল ২, ছবিটি বক্স অফিসে কোনওভাবেই জায়গা করতে পারেনি। তবে সেই ছবি ভাগ্য ফিরিয়েছিল কার্তিক আরিয়ানের। কার্তিক আরিয়ান বেশকিছু বছর ধরে প্রথম সারিতে আসার চেষ্টা ছিলেন মরিয়া।

Follow Us

হেরা ফেরি (Hera Pheri) মানেই একবাক্যে মনে পড়ে যাওয়া তিন অভিনেতার নজর কাড়া জুটি সঙ্গে পার্ফেক্ট কমিক টাইমিং-এর কথা। মজার প্লট, সঙ্গে অনবদ্য সংলাপে অভিনয়ের দাপট, পর্দায় এই কয়েকটি সমীকরণেই বাজিমাত করেছিলেন পরেশ রাওয়াল, অক্ষয় কুমার (Akshay Kumar) ও সুনীল শেট্টি। তবে এই তিন জুটির দেখা মেলেনি আজ বহুদিন। ২০০০ সালে মুক্তি পেয়েছিল ছবি হেরা ফেরা। তারপর ৬ বচরের অপেক্ষা ছিল দর্শকদের কাছে দীর্ঘ। আর সেই অপেক্ষার অপসান ঘটে ২০০৭ সালে। আবারও পর্দায় আসে ফির হেরা ফেরি (Phir Hera Pheri)। তবে এরপর আর পরবর্তী ছবির সিক্যুয়েলের কোনও খবরই সামনে আসেনি। অতীতে অক্ষয় কুমার একাধিকবার জানিয়েছিলেন যে এই ছবির সিক্যুয়েলে কাজ করার ইচ্ছে আছে তাঁর। তবে কবে শুরু হবে ছিল না তেমন কোনও খবর।

ভুল ভুলাইয়া ২ ছবি মুক্তির পর থেকেই জল্পনা ওঠে তুঙ্গে। আসছে হেরা ফেরি ৩। তবে এবারও সেই অক্ষয় কুমারের বদলে কি থাকছেন কার্তিক আরিয়ান! সম্প্রতি অক্ষয় কুমারের বদলে তিনি ভুল ভুলাইয়া ২ ছবি করার জন্য কড়া ভাষায় সমালোচিত হয়েছিলেন। তবে ছবি মুক্তির পরই দর্শকদের মত গিয়েছিল পাল্টে। সকলেই এক বাক্য পছন্দ করে নিয়েচিলেন কার্তিক আরিয়ানকে। এবারও কী সেই চেনা ছকেই অক্ষয়কে সরিয়ে জায়গা করে নিচ্ছেন কার্তিক আরিয়ান! প্রশ্ন থাকলেও উত্তর মিলছিল না এতদিন। এবার মুখ খুললেন খোদ পরেশ রাওয়াল।

এই জল্পনার অবসান ঘটাতেই পরেশ রাওয়ালকে এক সিনেভক্ত প্রশ্ন করে বসেন এই জল্পনা সত্যি কি না! সত্যি ছবিতে কার্তিক আরিয়ান থাকছেন কি না। তিনি স্পষ্টই উত্তর দিয়েছেন হ্যাঁ। এরপরই নেটপাড়ায় জল্পনা ওঠে তুঙ্গে। তবে কি অক্ষয় কুুমারকে এবারও সরিয়ে দিচ্ছেন কার্তিক আরিয়ান! একের পর এক ছবি ঘিরে জল্পনা যখন তুঙ্গে তখন নেটপাড়া দুই ভাগে বিবক্ত। কেউ কেউ চায় না এই তিন জুটির মধ্যে অন্য কোনও স্টার ঢুকে পড়ুক, কেউ কেউ জানান এই তিন স্টারই যথেষ্ট। ফলে কার্তিকের পক্ষে খুব একটা মন্তব্য এদিন করতে দেখা যায় না নেটিজ়েনদের। যদিও অক্ষয় কুমার সত্যি ছবি থেকে বাদ কি না তা এখনও স্পষ্ট নয়।ফলে জল্পনা যতই তুঙ্গে থাকুক না কেন, হেরা ফেররি ৩ ঘিরে একাধিক রহস্য এখন বর্তমান।