Bipasha-Karan: প্রতীক্ষার অবসান, মা হলেন বিপাশা, সংসারে এল ফুটফুটে একরত্তি

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Nov 12, 2022 | 6:19 PM

Bipasha-Karan: গর্ভাবস্থায় তাঁর শুটের ছবি বেশ ভাইরাল হয়েছিল। ২০১৬ সালের ৩০ এপ্রিল বিয়ে করেন বিপাশা করণ। বিয়ের ছ'বছর পর সন্তানের মা হলেন অভিনেত্রী।

Bipasha-Karan: প্রতীক্ষার অবসান, মা হলেন বিপাশা, সংসারে এল ফুটফুটে একরত্তি
সংসারে এল ফুটফুটে একরত্তি

Follow Us

এতদিনের প্রতীক্ষার অবশেষে অবসান। বিপাশা বসু ও করণ সিং গ্রোভারের ঘরে এল ফুটফুটে একরত্তি। বাবা-মা হলেন তাঁরা। জন্ম দিলেন কন্যা সন্তানের। এই বছরেই অগস্ট মাসে মা হওয়ার খবর দেন বিপাশা। বাঙালি মতে সাধের অনুষ্ঠানও হয় তাঁর। গর্ভাবস্থায় তাঁর শুটের ছবি বেশ ভাইরাল হয়েছিল।

অগস্ট মাসে মা হওয়ার খবর জানিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছিলেন করণ। সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছিলেন, “নতুন সময়, নতুন অধ্যায়, নতুন আলো যুক্ত হতে চলেছে আমাদের জীবনের সঙ্গে। আমাদের আরও একটু পরিপূর্ণ করতে আসছে সে। আমরা এই জীবনটা একা-একা শুরু করেছিলাম। তারপর আমরা একজন থেকে দু’জন হই। আমাদের দু’জনের জন্য এটা অতিরিক্ত বেশি ভালবাসা। এবার আমরা দু’জন থেকে তিনজন হব।” মাতৃত্বকালীন অবস্থা চুটিয়ে উপভোগ করেছেন তিনি। যদিও গর্ভাবস্থায় তাঁর খোলামেলা শুট নিয়ে হয়েছিল ট্রোলিং। অনেকেই করেছিলেন সমালোচনা। অত্যধিক পরিমাণে অঙ্গ প্রদর্শন করছেন অভিনেত্রী– এমনটাই দাবি করেছিলেন অনেকেই। যদিও ট্রোলিংকে তিনি পাত্তা দেননি। ২০১৬ সালের ৩০ এপ্রিল বিয়ে করেন বিপাশা করণ। বিয়ের ছ’বছর পর সন্তানের মা হলেন অভিনেত্রী।

কিছুদিন আগেই মা হয়েছেন আলিয়া ভাট। রণবীর ও তাঁর সংসারে এসেছে নতুন অতিথি। তাঁদেরও মেয়ে হয়েছে। এবার মেয়ের বাবা-মা হলেন আরও এক তারকা। ২০১৫ সালে ‘অ্যালোন’ ছবির সেটে দেখা হয় বিপাশা ও করণের। প্রথম দেখাতেই মোটেও তাঁদের প্রেম হয়নি। করণ এর আগে দু’বার বিবাহিত ছিলেন। দু’বারই তাঁর প্রেম টেঁকেনি। অন্যদিকে বিপাশার জীবনেও তখন উথালপাথাল। জনের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ভেঙে গিয়েছে তাঁর। সেটেই শুরু করণ ও বিপাশার বন্ধুত্ব। সেই বন্ধুত্ব গড়ায় প্রেমে। করণের অনেক আগেই বিপাশা শুরু করেছিলেন তাঁর কেরিয়ার। অন্যদিকে করণ মূলত ছিলেন টিভি অভিনেতা।তাঁরা বিয়ে করেন ২০১৬ সালের ৩০ এপ্রিল। সেই বিয়েতে দেখা গিয়েছিল তারার মেলা। সলমন খান থেকে শুরু করে, অভিষেক বচ্চন, ঐশ্বর্যা রাই বচ্চন– কে ছিলেন না সেখানে! নিন্দুকেরা নাক কুঁচকেছিলেন। অনেকেই ধারণা করেছিলেন বিয়ে ভেঙে যাবে বছর খানেকের মধ্যেই। কিন্তু, না ভাঙার বদলে যত দিন গিয়েছে তত মজবুত হয়েছে তাঁদের সম্পর্ক। এই বছরই বিবাহিত জীবনের ছ’বছর পার করেছেন তাঁরা।  এই বছরেই এল সন্তানও। সব মিলিয়ে এই মুহূর্তে তাঁরা রয়েছেন সপ্তম স্বর্গে।

 

 

 

Next Article