ব্যক্তিগত বিমানে দুবাই থেকে মুম্বই ফিরছিলেন শাহরুখ খান। তাঁকে একঘণ্টা আটকে রাখা হয় মুম্বইয়ের বিমানবন্দরে। জিজ্ঞাসাবাদ করে শুল্ক দফতর। দীর্ঘক্ষণ ধরে চলে সেই জিজ্ঞাসাবাদ। অবশেষে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে। ১৭ লাখ ৮৬ হাজার টাকার মূল্যবান ঘড়ি দুবাই থেকে কিনে ফিরছিলেন শাহরুখ। ঘড়ির ব্যাগ ছিল শাহরুখের দেহরক্ষীর রবির হাতে। ৬ লাখ ৮৮ হাজার টাকার জরিমানা দেওয়ার পরই ছাড়া হয় শাহরুখকে।
বিপদ যেন কিছুতেই পিছু ছাড়ছে না কিং খানের। শুক্রবার তাঁকে প্রায় ১ ঘণ্টা আটক করে রাখা হয় মুম্বইয়ের বিমান বন্দরে। দুবাইয়ের ভূমি ছেড়ে মুম্বইয়ের মাটি স্পর্শ করে তাঁর প্রাইভেট বিমান। তারপরই শুল্ক দফতরের অফিসাররা তাঁকে আটক করে নিয়ে যায়। চলতে থাকে জিজ্ঞাসাবাদ।
আসলে কিং খানের সঙ্গে ছিল লাখ-লাখ টাকা মূল্যের কিছু ঘড়ি এবং ব্যাগ। সেই সংক্রান্ত কিছু সওয়াল-জবাব করা হয় তাঁকে। কিং খান একা ছিলেন না বন্দরে। তাঁর ম্যানেজার পূজা দাদলানিও ছিলেন সঙ্গে। ছিলেন শাহরুখের দেহরক্ষী রবি এবং অন্যান্য সহকারীরা। তাঁদের প্রত্যেককেই আটকে রাখা হয় দীর্ঘক্ষণ।
জানা গিয়েছে, দুবাইয়ে একটি বই লঞ্চের অনুষ্ঠানে অংশ নিতে গিয়েছিলেন শাহরুখ খান। গিয়েছিলেন তাঁর চার্টার জেট ভিটিআর-এসজি’তে চেপে।
২ নভেম্বর ছিল কিং খানের জন্মদিন। ৫৭ বছরের জন্মদিনে ১ কোটি টাকার পোশাক এবং অ্যাক্সেসরিজ় পরেছিলেন শাহরুখ। একবার নয় দু’বার – মুম্বইয়ের বাংলো মন্নতের বারান্দা থেকে ভক্তদের সঙ্গে দেখা করেন শাহরুখ। সেদিনও প্রায় ৭৫ লাখ টাকার ঘড়ি ছিল তাঁর হাতে। তখনই বোঝা যায়, বেশ দামী ঘড়ি পরতে ভালবাসেন শাহরুখ। দুবাই থেকে সেই রকমই কিছু মূল্যবান ঘড়ি কিনে দেশে ফিরে এই বিপাকের মুখে পড়তে হয় তাঁকে।