Akshay Kumar: ‘হেরা ফেরি ৩’ কেন নেই অক্ষয়? অভিনেতা-প্রযোজকের কথার মধ্যে মিল নেই!

TV9 Bangla Digital | Edited By: Mahuya Dutta

Nov 13, 2022 | 9:15 AM

Akshay Kumar: অন্যদিকে অক্ষয় যদিও জানিয়েছেন, তাঁর চিত্রনাট্য পছন্দ হয়নি, তবে সূত্রের খবর বলছে....

Akshay Kumar: ‘হেরা ফেরি ৩’ কেন নেই অক্ষয়? অভিনেতা-প্রযোজকের কথার মধ্যে মিল নেই!
তবে খুব একটা উত্তর মেলে না এই মর্মে। এবার বিটাউন সূত্রে মেলে নয়া খবর, অক্ষয় কুমারকে ছাড়া নাকি এই ছবির সিক্যুয়েল হতেই পারে না, এমনটাই নাকি জানিয় দিয়েছে প্রযোজনা সংস্থা।

Follow Us

‘হেরা ফেরি ৩’ ছবিতে নেই ‘রাজু’ ওরফে অক্ষয় কুমার (Akshay Kumar)। এই খবর সামনে আসার পর থেকেই ভক্তদের মধ্যে ‘নো রাজু, নো হেরা ফেরি’ স্লোগান দিয়ে ছবি বয়কটের দাবি উঠেছে। এবার স্বয়ং অক্ষয় কুমার মুখ খুলেছে এই বিষয়ে। তিনি তাঁর ভক্তদের কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন প্রথমেই। সঙ্গে জানিয়েছেন তাঁর কাছে ‘হেরা ফেরি ৩’ ছবির প্রস্তাব প্রথমেই আসে। তবে তিনি নিজেই বেরিয়ে এসেছেন ছবি থেকে। কারণ হিসেবে কী জানিয়েছেন খিলাড়ি?  তাঁর বক্তব্য, “দেখুন, আমাকে ছবিটির প্রস্তাব দেওয়া হয়েছিল,  আমাকে এটি সম্পর্কে বলা হয়েছিল। কিন্তু চিত্রনাট্য,  স্ক্রিপ্ট এবং সবকিছু… আমি সন্তুষ্ট ছিলাম না। আমি এতে খুশি ছিলাম না। আমাকে এটা বলতে হবে না যে মানুষ যা দেখতে চায় আমাকে তাই করতে হবে এবং সেই কারণেই আমি পিছিয়ে গেলাম। আমি একধাপ পিছিয়ে গেলাম। আমার জন্য,  এই ছবি আমার জীবনের একটি অংশ,  আমার জার্নিংর একটা বিশাল জায়গা। আমিও খুব দুঃখ পেয়েছি, খুবই দুঃখিত যে আমি এটা করতে পারছি না, কারণ  সৃজনশীল বিষয়গুলো যেভাবে পরিবর্তিত হয়েছে তা নিয়ে আমি খুশি নই। আমি এতে খুশি হতে পারিনি, তাই আমি সরে এসেছি।”

প্রিয়দর্শন পরিচালিত ‘হেরা ফেরি’, ‘ফির হেরা ফেরি’-দুটি ফ্র্যাঞ্চাইজি ছবিতে অক্ষয় কুমার, সুনীশ শেট্টি, পরেশ রাওয়ালের অভিনয় আজও দর্শককে আনন্দ দেয়। তাঁদের তিনজনের রসায়ন দেখার অপেক্ষায় ছিলেন ভক্তরা যবে থেকে ‘হেরা ফেরি ৩’ আসছে জানতে পারেন তাঁরা। কিন্তু অক্ষয় নন, তাঁর জায়গায় এই ছবিতে রাজু চরিত্রে অভিনয় করছেন কার্তিক আরিয়ান। প্রযোজক ফিরোজ নাদিওয়ালা ঠিক করেন অক্ষয় থেকে কার্তিক অনেক বেশি লাভজনক। তাই তাঁকেই অক্ষয়ের পরিবর্ত হিসেবে পছন্দ হয় তাঁর।‘হেরা ফেরি ৩’ পরিচালনা করছেন আনিস বাজমি। আনিস এবং কার্তিকের রসায়ন ‘ভুল ভুলাই ২’ ছবিতে দেখা গিয়েছে। এটাও একটা কারণ। কার্তিকের তরফ থেকে এই বিষয়ে যদিও কিছু জানা যায়নি, তবে রাজু হচ্ছেন তিনি এই খবরে শিলমোহর দিয়েছেন পরেশ রাওয়ালও। এরপরই ভক্তরা রেগে গিয়েছেন।

অন্যদিকে অক্ষয় যদিও জানিয়েছেন, তাঁর চিত্রনাট্য পছন্দ হয়নি, তবে সূত্রের খবর বলছে, তিনি ছবির জন্য পারিশ্রমিক হিসেবে ৯০ কোটি টাকা আর ছবির লাভের অংশ থেকে ভাগ চেয়েছেন। যার ফলে তাঁর বদলে কার্তিককে নেওয়াই শ্রেয় মনে করেছেন প্রযোজক। কারণ কার্তিক ৩০ কোটি টাকায় ছবিটি করতে রাজি হয়েছেন। ‘ভুল ভুলাই ২’ ছবির পর আবার অক্ষয়ের জুতোয় পা গলাচ্ছেন কার্তিক, আগের ছবির মতোই এই ছবিও দর্শক মন জয় করতে পারে কি না তা সময় বলবে।

Next Article