Brit Awards 2021: হ্যারি স্টাইলস পেল ‘সিঙ্গল অফ দ্য ইয়ার’ সম্মান

রণজিৎ দে |

May 12, 2021 | 12:30 PM

Brit Awards 2021 Winners list : কে কোন বিভাগে সেরার শিরোপা ছিনিয়ে নিল, একবার দেখে নেওয়া যাক।

Brit Awards 2021: হ্যারি স্টাইলস পেল ‘সিঙ্গল অফ দ্য ইয়ার’ সম্মান
হ্যারি স্টাইলস

Follow Us

সঙ্গীত জগতের অন্যতম সেরা সম্মান ‘ব্রিট অ্যাওয়ার্ড’। সম্প্রতি লণ্ডনের O2 এরিনাতে অনুষ্ঠিত হল ‘ব্রিট অ্যাওয়ার্ড’। বিশ্বের তাবড় তাবড় সঙ্গীত শিল্পীরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। জনপ্রিয় কৌতুক শিল্পী জ্যাক হোয়াইটহল গোটা অনুষ্ঠানটির সঞ্চালনা করলেন। হ্যারি স্টাইলস, দুয়া লিপা,টেলর সুইফটদের মত দুনিয়া-কাঁপানো সঙ্গীত শিল্পীদের উপস্থিতি ‘ব্রিট অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানকে অন্য মাত্রা দিয়েছিল।

এবারে ‘ব্রিট অ্যাওয়ার্ড’ প্রাপকদের মধ্যে অন্যতম সেরা নাম টেলর সুইফট। টেলর প্রথম মহিলা যিনি ‘গ্লোবাল আইকন অ্যাওয়ার্ড’ ছিনিয়ে নিয়েছেন। হ্যারি স্টাইলস তাঁর ‘ওয়াটারমেলন সুগার’ গানটার জন্য ‘সিঙ্গল অফ দ্য ইয়ার’ নির্বাচিত হয়েছেন। শ্রেষ্ঠ অ্যালবামের জন্য পুরস্কার পেলেন দুয়া লিপা।

তাবড় তাবড় সঙ্গীত শিল্পীদের উপস্থিতিতে জমে উঠেছিল ‘ব্রিট অ্যাওয়ার্ড’সন্ধ্যা। কে কোন বিভাগে সেরার শিরোপা ছিনিয়ে নিল, একবার দেখে নেওয়া যাক।

সোলো শিল্পী ( মহিলা) : দুয়া লিপা

সোলো শিল্পী ( পুরুষ) : জে হুস

গ্রুপ : লিটল মিক্স

ব্রেকথ্রু অ্যাক্ট : আরলো পার্কস

সিঙ্গল অফ দ্য ইয়ার : হ্যারি স্টাইলস

অ্যালবাম অফ দ্য ইয়ার : দুয়া লিপা

আন্তর্জাতিক সোলো শিল্পী ( মহিলা) : বিল্লি ইলিশ

আন্তর্জাতিক সোলো শিল্পী ( পুরুষ) : দ্য উইকএণ্ড

আন্তর্জাতিক গ্রুপ : হেম

রাইজিং স্টার : গ্রিফ

Next Article