ওটিটিতে মুক্তিপ্রাপ্ত একটি মাত্র ছবি, আর তাতেই ভাগ্যের চাকা ঘুরে গিয়েছে ‘বুলবুল’ ওরফে তৃপ্তি দিমড়ির। সূত্র বলছে খুব শীঘ্রই রণবীর কাপুরের সঙ্গে এক ফ্রেমে দেখা যাবে তাঁকে।
ছবির নাম ‘অ্যানিম্যাল’। পরিচালক সন্দীপ রেড্ডি ভঙ্গা। যিনি হিট ছবি ‘কবীর সিং’-এরও পরিচালক ছিলেন। ছবিটিতে রণবীর ছাড়াও দেখা যাবে অনিল কাপুর, পরিণীতি চোপড়া, ববি দেওলসহ একগুচ্ছ বলিস্টারকে। ২০২০-র বিদায় মুহূর্তে, ঘড়ির কাঁটা ১২ ছুঁতেই এই ছবির ঘোষণা করেছিল প্রযোজনা সংস্থা টিসিরিজ। ক্যাপশনে লেখা হয়েছিল, “বছরের শুরুটা, শিস দিয়ে শুরু হোক”। হয়েছিলও তাই। উচ্ছ্বসিত হয়েছিলেন রণবীর অনুরাগীরা।
Saal ki shuruwat, seeti marke honi chahiye! Presenting #Animal, starring #RanbirKapoor. Let the fun begin!https://t.co/LEeXwrdt8Q@AnilKapoor @ParineetiChopra @thedeol @imvangasandeep @VangaPranay #BhushanKumar #KrishanKumar @MuradKhetani @Cine1Studios @VangaPictures #TSeries
— T-Series (@TSeries) December 31, 2020
অন্যদিকে তৃপ্তির জন্য বছরের শুরুতেই এ যেন জোড়া ধামাকা। একদিকে বড় ব্যানারের ছবি, অন্যদিকে রণবীর কাপুর। যদিও এই গোটা বিষয়ে তিনি এখনও পর্যন্ত মুখ খোলেননি। ২০২০-র মাঝামাঝি যখন গোটা দেশ অবসর কাটাতে সঙ্গী করেছিল বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্ম ঠিক সেই সময়েই নেটফ্লিক্সে আগমন ‘বুলবুল’ -এর। তৃপ্তির অভিনয় থেকে লুক… মুগ্ধ করেছিল নেটিজেনদের। রাতারাতি স্টার হয়ে গিয়েছিলেন তিনি। আবারও নতুন মুকুট। তৃপ্তি এ বার জায়েন্ট স্ক্রিনে।