চলছে কেমো থেরাপি, কাজে ফিরলেন হিনা খান, বললেন, ‘শো মাস্ট গো অন’

Sneha Sengupta |

Jul 16, 2024 | 2:03 PM

Hina Khan: কাজে ফিরেই সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন হিনা। জানিয়েছিলেন, বিষয়টিকে স্বাভাবিক করার এটাই সবচেয়ে ভাল সময়। শরীরের ক্ষত ঢাকার চেষ্টা করছেন হিনা। নিজের যে ভিডিয়ো অভিনেত্রী শেয়ার করেছেন, তাতে দেখা যাচ্ছে, তিনি উইগ পরেছেন। ক্যাপশনে লিখেছেন, "শো মাস্ট গো অন।"

চলছে কেমো থেরাপি, কাজে ফিরলেন হিনা খান, বললেন, শো মাস্ট গো অন
হিনা খান।

Follow Us

স্তন ক্যানসারে আক্রান্ত হয়েছেন হিনা খান। ক্যানসারের তৃতীয় স্টেজে রয়েছেন তিনি। নিজেই সেই খবর সোশাল মিডিয়ায় জানিয়েছিলেন হিনা। তারপর থেকে উদ্বিগ্ন হিনার অগুনতি অনুরাগী। পোস্টে হিনা এটাও জানিয়েছিলেন, তাঁকে নিয়ে দুশ্চিন্তা করার কোনও কারণই নেই। তিনি ভাল আছেন। প্রথম কেমো থেরাপি করিয়েছেন হিনা। চুল কেটে ছোট করে ফেলেছেন। তবে এতকিছুতে একচুলও দমেনি অভিনেত্রীর প্রাণশক্তি। তিনি কাজে ফিরেছেন।

কাজে ফিরেই সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন হিনা। জানিয়েছিলেন, বিষয়টিকে স্বাভাবিক করার এটাই সবচেয়ে ভাল সময়। শরীরের ক্ষত ঢাকার চেষ্টা করছেন হিনা। নিজের যে ভিডিয়ো অভিনেত্রী শেয়ার করেছেন, তাতে দেখা যাচ্ছে, তিনি উইগ পরেছেন। ক্যাপশনে লিখেছেন, “শো মাস্ট গো অন।”

পোস্টে হিনা লিখেছেন, “ক্যানসার ধরা পড়ার পর এটাই আমার প্রথম অ্যাসাইনমেন্ট। বিষয়টি নিয়ে কথা বলা খুবই চ্যালেঞ্জিং। মনে করি, হাজার খারাপের মধ্যেও ব্রেক নিতে হয়। আর ভাল দিনগুলোয় আমি বাঁচতে ভুলি না। সত্যি বলতে কী, ভাল দিনগুলোর গুরুত্ব আছে আমার জীবনে। আমি কাজ করতে ভালবাসি। আমি স্বপ্ন দেখতে ভালবাসি। সেটাই আমাকে উজ্জীবিত করে রাখে। আমি কাজ করে যেতে চাই। অনেকেই এমন প্রতিকূলতা নিয়ে কাজ চালিয়ে যাচ্ছেন। আমি কোনও ব্যতিক্রম নই।”

এরপর তাঁর কঠিনতম ক্যানসার চিকিৎসা নিয়েও কথা বলেছেন হিনা। লিখেছেন, “আমার চিকিৎসা চলছে ঠিকই, কিন্তু আমি হাসপাতালে থাকি না সবসময়। তাই নিজের জীবনটাকে যতটা সম্ভব স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছি। যাঁরা আমার মতোই ক্যানসার নিয়ে লড়ছেন, জানবেন, এটা আপনার জীবন এবং আপনার গল্প।”

Next Article