জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেও, হারিয়ে গিয়েছেন যেসব টেলি তারকা, দেখুন গ্যালারি
utsha hazra |
Mar 11, 2021 | 4:18 PM
অনেকের মতে বিনোদন জগতের ভবিষ্যত অনিশ্চিত। নির্ভরযোগ্যতাও কম। আজ কেউ সুপারস্টার তো কাল অন্য কেউ । সময়ের সঙ্গে এমন অনেকেই আছেন যাঁরা হারিয়ে গেছেন। আজ আর তাঁদের কম দেখা যায়। দেখে নিন হিন্দি টেলিভিশনের তেমনি কিছু হারিয়ে যাওয়া মুখ।
1 / 9
রাগিনী খান্না: 'শ্বশুরাল গেন্দা ফুল' ধারাবাহিকে সুহানা চরিত্রে দর্শকদের নজর কাড়ে রাগিনী খান্না। তারপর বেশ কয়েকটি রিয়্যালিটি শোতেও দেখা গিয়েছিল তাঁকে।
2 / 9
সমীর সোনি: পরিচয় ধারাবাহিকের হাত
ধরে টেলিভিশন প্রেমীদের মনে জায়গা করে নেয় কুণাল চোপড়া ওরফে সমীর সোনি। আপাতত ওটিটি প্ল্যাটফর্ম এবং নিজের পরিচালনার দিকে মন দিয়েছেন তিনি।
3 / 9
গুরমিত চৌধুরি: গুরমিত প্রচুর মেয়ের হার্টথ্রব। মান সিং খুরানা চরিত্রে তার অ্যাংরি ইয়ং ম্যান অবতার ছিল অনেকেরই প্রিয়। তারপর বড়পর্দাও দেখা যায় তাঁকে। বেশ অনেকদিন হল ছোটপর্দা থেকে দূরে গুরমিত।
4 / 9
জয় ভানুশালী।
5 / 9
সেজান খান: কসৌউটি জিন্দাগি কি'র অনুরাগ বসু কে মনে আছে। একসময় যাঁকে নিয়ে রীতিমতো সেনসেশন তৈরি হয়। তারপর পাকিস্তানি টেলিভিশনে অভিনয় করতে দেখা যায় তাঁকে। বেশ অনেকদিন তাঁর জীবনের মিস্ট্রি ওম্যানের জন্য হেডলাইনে আসেন সেজান।
6 / 9
প্রাচী দেশাই: 'কসম সে"র বাণী কে এখনও কেউ ভুলতে পারেনি। রাম কাপুর আর প্রাচী দেশাইয়ের জুটি ছিল অনেকেরই হট ফেভারিট। তারপর বড়পর্দায়ও বেশ নজর কাড়ে প্রাচী। আপাতত বেশ অনেকদিন বড় এবং ছোটপর্দা থেকে দূরে নায়িকা।
7 / 9
রাজীব খান্ডেলওয়াল: কাঁহি তো হোগা ধারাবাহিকে সুজল চরিত্রে রাজীবের অভিনয় রাতারাতি টেলিভিশনের স্টার করে দেয় তাঁকে। এক রাতেই সেনসেশন তৈরি হয়ে যায়। তবে আপাতত রাজীব ব্যস্ত তার ওয়েবের কাজ নিয়ে।
8 / 9
আশিষ চৌধুরি: হিন্দি টেলিভিশন জগতের অন্যতম জনপ্রিয় অভিনেতা। বড় পর্দা এবং ছোটপর্দা দুই জায়গাতেই সমানতালে চুটিয়ে অভিনয় করেছেন তিনি। তবে আপাতত অভিনয় জগত থেকে দূরে নায়ক।
9 / 9
নকুল মেহতা: শেষ ২০১৯-এ ইসকবাজ ধারাবাহিকে দেখা যায় তাঁকে। নকুলের হাসি অনেকের প্রিয়। এখন ছোটপর্দা থেকে দূরে অভিনেতা।