মধুমিতা সরকারকে কে না চেনেন? টলিপাড়ায় কান পাতলেই শোনা যায় নিজেকে ‘পিকচার পারফেক্ট’ করার জন্য তিনি নাকি শরীরে চালিয়েছে ছুরি-কাঁচি। করিয়েছেন লিপজব। এমনকি ফিসফাস বলে, ‘ব্রেস্ট ইপ্লিমেন্ট’র ও দ্বারস্থ হতে হয়েছে তাঁকে। ৩০-এর দোরগোড়ায় এসে মধুমিতাকে মেকআপ ছাড়া দেখেছেন? রইল সেই ছবিই।
ছবিটি শেয়ার করেছেন মধুমিতা নিজেই। ছবি নয় বরং বলা যায় এক ভিডিয়ো। শুট শেষ করে ফেরার পথে তাঁর ওই ছবি দেখে আপনি বলতেই বাধ্য হবেন, “এত মিষ্টি”। মুখে মেকআপের লেশমাত্র নেই। এমনকি সামান্য কাজল বা লিপস্টিকও লাগাতে দেখা যায়নি তাঁকে। সব মিলিয়ে নেটিজেনদের বক্তব্য, “এই লুকেই বেশি ভাল লাগছে আপনাকে। কেন যে ওই সব করাতে যান?” কিছু দিন আগেই নেটিজেনদের ট্রোলের কড়া জবাব দিতে দেখা গিয়েছিল মধুমিতাকে। মুখ ঢেকে গোলবাড়ির কষা মাংস খেতে গিয়েছিলেন তিনি। তা দেখে অনেকেই লিখেছিলেন, “মুখ ঢেকে গেলেন অথচ আপনাকে কেউ চিনতেই পারল না”। পাল্টা উত্তর দিয়েছিলেন মধুমিতাও। একটুও না রেগে অভিনেত্রী বলেছিলেন, “হ্যাঁ, রাস্তায় এত বাঁদর নাচ নাচলাম। তাও কেউ চিনতে পারল না। ভীষণই দুঃখিত।”
কিছু দিন আগেই পাহাড়ে গিয়েছিলেন মধুমিতা। সেখান থেকে একগুচ্ছ ছবি শেয়ার করেছিলেন। শুধু তাই নয়, পাহাড়ে একা গেলে তাঁর ছবি কে তুলে দেয়, এই প্রশ্ন যারা করে থাকেন তাঁদের উদ্দেশে দিয়েছিলেন বার্তাও। গাইডের ছবি শেয়ার করে জানিয়েছিলেন, এঁরা। যাত্রাপথে ওঁরাই তাঁর ‘অন্ধের লাঠি’।