হ্যাঁ। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। রণবীর কাপুর অভিনীত ছবি অস্কারে মনোনয়ন পেয়েছিল। তাঁর কোন ছবি অস্কারে গিয়েছিল? শুনলে অবাক হবেন, রণবীরের প্রথম ছবিই অস্কারের জন্য মনোনীত হয়েছিল।
কী ছিল রণবীরের প্রথম ছবি? সবাই জানেন তাঁর প্রথম ছবি ছিল সঞ্জয় লীলা বানসালীর ‘সাঁওয়ারিয়া’। কিন্তু এই ছবি তো অস্কারে যায়নি কোনও দিন। তবে? আসলে রণবীরের প্রথম ছবি ‘সাঁওয়ারিয়া’নয়। তাঁর প্রথম ছবি ‘কর্মা’। পরিচালক-প্রযোজক বি আর চোপড়ার নাতি অভয় চোপড়া ২০০৪ সালে ২৬ মিনিটের এই ছবিটি বানিয়েছিলেন। এই ছোট ছবি দিয়েই বলিউডে রণবীরের হাতেখড়ি হয়েছিল। এই ‘কর্মা’-ই ‘স্টুডেন্ট অস্কার’-এ মনোনয়ন পেয়েছিল। স্টুডেন্ট অস্কারও অ্যাকাডেমি অফ মোশন পিকচার্স আর্টস অ্যান্ড সায়েন্স-ই প্রদান করে। মূল অস্কারেরই অংশ এটি। কলেজ এবং বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছবি-করিয়েদের ছবিই ‘স্টুডেন্ট অস্কার’-এর জন্য মনোনয়ন করা হয়।
রণবীরের প্রথম ছবি ‘কর্মা’-ই নতুন করে দেখানো হচ্ছে এবারের বান্দ্রা চলচ্চিত্র উৎসবে। এক ফাঁসি নিয়েই এই ছবির গল্প। এক ফাঁসুড়ের জীবন-কাহিনি। একদিন সেই ফাঁসুড়ের নিজের ছেলেকেই ফাঁসি দেওয়ার জন্য ডাক পায়। কেমন হয় তাঁর মনের অবস্থা? সেই নিয়েই ছবির গল্প এগোয়। ছবিতে ফাঁসুড়ের ভূমিকায় অভিনয় করেছিলেন সরোদ সাক্সেনা। ছেলের ভূমিকায় রণবীর কাপুর। অভয় চোপড়া বলেন, “আমি যখন ছবিটা বানিয়েছিলাম দেশজুড়ে তখন ফাঁসি নিয়ে চর্চা চলছে। সদ্য ধনঞ্জয় চট্টোপাধ্যায়ের ফাঁসি হয়েছে তখন। ফাঁসি কতটা জরুরী, সেই নিয়ে দেশজুড়ে তর্ক-বিতর্ক চলছে। আমার ছবিটা ফিকশন হলেও ঘোরতর বাস্তব। রণবীর তখনও ওর কেরিয়ার শুরু করেনি। এটাই ওর প্রথম ছবি। অনেক স্মৃতি জড়িয়ে আছে ওর সঙ্গে। রণবীরের রক্তে অভিনয়। আমি এখন রসিয়ে রসিয়ে সেইসব গল্প বলতে পারব। এতে বান্দ্রা চলচ্চিত্র উৎসবে আরও কিছু বেশি লোক দেখতে আসবে।”
আরও পড়ুন:ভিএফএক্সে পুণরায় শুটিং, পিছিয়ে যেতে পারে প্রভাস অভিনীত ‘রাধে শ্যাম’-এর রিলিজ
হ্যাঁ। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। রণবীর কাপুর অভিনীত ছবি অস্কারে মনোনয়ন পেয়েছিল। তাঁর কোন ছবি অস্কারে গিয়েছিল? শুনলে অবাক হবেন, রণবীরের প্রথম ছবিই অস্কারের জন্য মনোনীত হয়েছিল।
কী ছিল রণবীরের প্রথম ছবি? সবাই জানেন তাঁর প্রথম ছবি ছিল সঞ্জয় লীলা বানসালীর ‘সাঁওয়ারিয়া’। কিন্তু এই ছবি তো অস্কারে যায়নি কোনও দিন। তবে? আসলে রণবীরের প্রথম ছবি ‘সাঁওয়ারিয়া’নয়। তাঁর প্রথম ছবি ‘কর্মা’। পরিচালক-প্রযোজক বি আর চোপড়ার নাতি অভয় চোপড়া ২০০৪ সালে ২৬ মিনিটের এই ছবিটি বানিয়েছিলেন। এই ছোট ছবি দিয়েই বলিউডে রণবীরের হাতেখড়ি হয়েছিল। এই ‘কর্মা’-ই ‘স্টুডেন্ট অস্কার’-এ মনোনয়ন পেয়েছিল। স্টুডেন্ট অস্কারও অ্যাকাডেমি অফ মোশন পিকচার্স আর্টস অ্যান্ড সায়েন্স-ই প্রদান করে। মূল অস্কারেরই অংশ এটি। কলেজ এবং বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছবি-করিয়েদের ছবিই ‘স্টুডেন্ট অস্কার’-এর জন্য মনোনয়ন করা হয়।
রণবীরের প্রথম ছবি ‘কর্মা’-ই নতুন করে দেখানো হচ্ছে এবারের বান্দ্রা চলচ্চিত্র উৎসবে। এক ফাঁসি নিয়েই এই ছবির গল্প। এক ফাঁসুড়ের জীবন-কাহিনি। একদিন সেই ফাঁসুড়ের নিজের ছেলেকেই ফাঁসি দেওয়ার জন্য ডাক পায়। কেমন হয় তাঁর মনের অবস্থা? সেই নিয়েই ছবির গল্প এগোয়। ছবিতে ফাঁসুড়ের ভূমিকায় অভিনয় করেছিলেন সরোদ সাক্সেনা। ছেলের ভূমিকায় রণবীর কাপুর। অভয় চোপড়া বলেন, “আমি যখন ছবিটা বানিয়েছিলাম দেশজুড়ে তখন ফাঁসি নিয়ে চর্চা চলছে। সদ্য ধনঞ্জয় চট্টোপাধ্যায়ের ফাঁসি হয়েছে তখন। ফাঁসি কতটা জরুরী, সেই নিয়ে দেশজুড়ে তর্ক-বিতর্ক চলছে। আমার ছবিটা ফিকশন হলেও ঘোরতর বাস্তব। রণবীর তখনও ওর কেরিয়ার শুরু করেনি। এটাই ওর প্রথম ছবি। অনেক স্মৃতি জড়িয়ে আছে ওর সঙ্গে। রণবীরের রক্তে অভিনয়। আমি এখন রসিয়ে রসিয়ে সেইসব গল্প বলতে পারব। এতে বান্দ্রা চলচ্চিত্র উৎসবে আরও কিছু বেশি লোক দেখতে আসবে।”
আরও পড়ুন:ভিএফএক্সে পুণরায় শুটিং, পিছিয়ে যেতে পারে প্রভাস অভিনীত ‘রাধে শ্যাম’-এর রিলিজ