অনুরাগীদের রাতভর প্রার্থনা, স্ত্রী লিজেলের জলে ভেজা চোখে আরোগ্য কামনা বিফল হল না। সুস্থ হয়ে বাড়ি ফিরলেন ডান্স কোরিওগ্রাফার রেমো ডি’সুজা (Remo D’Souza)। বাড়ি ফিরেই ফের স্বমহিমায় তিনি। শেয়ার করলেন ভিডিয়ো। লিখলেন, “আই অ্যাম ব্যাক’।
এ দিন তাঁর ‘হোম ওয়েলকামিং’-এর ভিডিয়ো শেয়ার করে রেমো লেখেন, “সবার ভালবাসা, আশীর্বাদেই ফিরে এলাম।” ভিডিয়োতে দেখা যাচ্ছে রেমো সুস্থ হয়ে ফিরে আসার খুশিতে সাজান হয়েছে গোটা বাড়ি। বেলুন, ফানুস, তাতে লেখা, ‘ওয়েলকাম হোম’। রেমোর পোস্টে শ্রদ্ধা কপূর, টাইগার শ্রফ থেকে শুরু করে কোরিওগ্রাফার টেরেন্স, ববি দেওল…কমেন্ট করেছেন সক্কলে। সবার প্রায় একটাই বক্তব্য, “এর থেকে ভাল আর কিছু হতে পারে না”।
গত শুক্রবার বিকেলে আচমকাই হৃদরোগে আক্রান্ত হন রেমো। তড়িঘড়ি তাঁকে ভর্তি করা হয় মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে। আইসিইউতে ভর্তি করা হয়েছিল তাঁকে। চিকিৎসকরা জানিয়েছিলেন বছর ৪৬-এর রেমোর হার্টে ব্লকেজ থাকার কারণেই এই সমস্যার সৃষ্টি হয়েছে। করা হয়েছিল অ্যাঞ্জিওগ্রাফি। ওই দিনই রেমোর ঘনিষ্ঠ বন্ধু কোরিওগ্রাফার আহমেদ খান জানিয়েছিলেন, “স্বাস্থ্য সচেতন একজন ব্যক্তির সম্পর্কে এমন একটা খবর যখন কানে আসে তখন হৃদয় ভেঙে যায়।” হাসপাতালের বাইরে রেমোর স্ত্রী লিজেলের কান্নাভাজা চোখের ছবি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। তাঁকে দেখতে হাসপাতাল পৌঁছন রাঘব জুয়েল, নোরা ফতেহিরা। অমিতাভ বচ্চন থেকে গীতা কপূর রেমোর সুস্থতা কামনায় একমনে প্রার্থনা করতে থাকেন সকলে। অবশেষে বিপন্নমুক্ত তিনি।
বলিউডে ‘স্ট্রিট ডান্সার- থ্রি ডি ’, ‘রেস-থ্রি’, ‘এ ফ্লাইয়িং জাট’, ‘এ বি সিডি -২’-এর মতো ছবি পরিচালনা করেছেন তিনি। ‘কিক’, ‘জিরো’, ‘বজরঙ্গী ভাইজান’, ‘বাজিরাও মস্তানি’, ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’-র মতো ছবিতে ডান্সকোরিওগ্রাফি করেছেন রেমো ডি’সুজা।