ফের বিপাকে আরিয়ান খান! এবার পুলিশের কাছে কোন অভিযোগ জমা পড়ল শাহরুখপুত্রর বিরুদ্ধে?
বেঙ্গালুরুর থানায় এবার আরিয়ানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন এক আইনজীবী। আইনজীবীর অভিযোগ অশালীন ইঙ্গিত করে মহিলাদের অপমান করেছেন তিনি। সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিয়োর উপর ভিত্তি করেই এই অভিযোগ দায়ের হয়েছে আরিয়ানের নামে।

ফের বিপাকে পড়লেন শাহরুখ পুত্র আরিয়ান খান। বেঙ্গালুরুর থানায় এবার আরিয়ানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন এক আইনজীবী। আইনজীবীর অভিযোগ অশালীন ইঙ্গিত করে মহিলাদের অপমান করেছেন তিনি। সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিয়োর উপর ভিত্তি করেই এই অভিযোগ দায়ের হয়েছে আরিয়ানের নামে।
তা কী ঘটেছে?
সম্প্রতি বেঙ্গালুরুর এক নাইটক্লাবে বন্ধুদের সঙ্গে হাজির হয়েছিলেন আরিয়ান খান। সেখানেই আচমকা ভিড়ের মাঝে ক্য়ামেরা দেখে হাতের মধ্যমা দেখালেন আরিয়ান। সেই ভিডিয়ো দেখেই থানায় অভিযোগ করেছেন আইনজীবী ওয়েজ হুসেন এস। আরিয়ানের বিরুদ্ধে তাঁর অভিযোগ, সেই নাইটক্লাবে বহু মহিলা উপস্থিত ছিলেন। আরিয়ানের এরকম মধ্যমা দেখানো উচিত হয়নি। আরিয়ান এই অঙ্গভঙ্গির মধ্যে দিয়ে মহিলাদের অপমান করেছেন।
আইনজীবীর এমন অভিযোগ পাওয়ার পর দায়িত্বে থাকা পুলিশ আধিকারিক জানিয়েছেন, নাইটক্লাবে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হবে। যদি সত্য়িই আরিয়ান কোনও অশালীন অঙ্গভঙ্গি করে থাকেন, তাহলে উপযুক্ত পদক্ষেপ করা হবে।
তবে আরিয়ানের এই ভিডিয়ো ভাইরাল হলেও, শাহরুখপুত্র এখনও পর্যন্ত এই নিয়ে কোনও মন্তব্য বা প্রতিক্রিয়া দেননি। আইনজীবী জানিয়েছেন, আরিয়ানের ক্ষমা চাওয়া উচিত, গোটা ঘটনার জন্য।
