বিচারক, সঞ্চালক থেকে প্রতিযোগী– রিয়ালিটি শো’র মঞ্চ যেন করোনার ‘আঁতুড়ঘর’

Apr 11, 2021 | 10:13 AM

এ বার খবর এক নাচের রিয়ালিটি শো'র ১৮ জন কলাকুশলী নাকি একসঙ্গে করোনায় আক্রান্ত হয়েছে। ওই রিয়ালিটি শো'র প্রযোজকের অবশ্য দাবি ৪৮ ঘণ্টা আগের কোভিড রিপোর্ট যদি কারও কাছে না থাকছে তবে তাঁকে সেটে ঢুকতে দেওয়া হচ্ছে না।

বিচারক, সঞ্চালক থেকে প্রতিযোগী-- রিয়ালিটি শোর মঞ্চ যেন করোনার আঁতুড়ঘর
প্রতীকী ছবি।

Follow Us

কোভিডের দ্বিতীয় ঢেউয়ে সিনেদুনিয়ার পাশাপাশি সংক্রমণ ছোট পর্দার অন্দরেও। মুম্বইয়ের বেশ কিছু রিয়ালিটি শো’র বিচারক থেকে শুরু করে ঘোষক, কলাকুশলী এমনকি প্রতিযোগীও করোনায় আক্রান্ত বলে খবর। দিন কয়েক আগেই এক রিয়ালিটি শো’র সঞ্চালক আদিত্য নারায়ণ কোভিডে আক্রান্ত হয়েছিলেন। আক্রান্ত হয়েছিলেন আদিত্যর স্ত্রীও।

এ বার খবর এক নাচের রিয়ালিটি শো’র ১৮ জন কলাকুশলী নাকি একসঙ্গে করোনায় আক্রান্ত হয়েছে। ওই রিয়ালিটি শো’র প্রযোজকের অবশ্য দাবি ৪৮ ঘণ্টা আগের কোভিড রিপোর্ট যদি কারও কাছে না থাকছে তবে তাঁকে সেটে ঢুকতে দেওয়া হচ্ছে না। কিন্তু তা সত্ত্বেও ঠেকানো যাচ্ছে না সংক্রমণ।

ওই শো’র বিচারক কোরিওগ্রাফার ধর্মেশ ইতিমধ্যেই করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্ত হয়েছেন শো’র প্রযোজক নিজেও। এক গানের রিয়ালিটি শো’র প্রতিযোগী পবনদীপ সিংও করোনায় আক্রান্ত হয়েছেন কিছু দিন আগেই। সূত্র বলছে, কিছু দিন ধরেই তাঁর মধ্যে কোভিডের উপসর্গ দেখা দেওয়ায় তাঁর টেস্ট করা হয়। সেক্ষেত্রে রিপোর্ট পজেটিভ আসে। শুধু গানের রিয়ালিটি শো-ই নয়, সূত্র বলছে অবস্থা নাকি আরও ভয়াবহ। এক নাচের রিয়ালিটি শো’র তিনজন প্রতিযোগীও নাকি করোনায় আক্রান্ত হয়েছেন। প্রসঙ্গত, ওই নাচের শো’র বিচারকের পদে আসীন ছিলেন ধর্মেশ। সব মিলিয়ে অবস্থা ভয়ঙ্কর।

কিছু দিন আগেই করোনা রুখতে পদক্ষেপ নিয়েছে The Federation of Western India Cine Employees সংক্ষেপে FWICE…
FWICE-এর সভাপতি বিএনতিওয়ারি জানিয়েছেন, ইতিমধ্যেই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের সঙ্গে কথা হয়েছে তাঁদের। যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনার সাপেক্ষেই।

কী কী নিয়ম মানতেই হবে

খুব বেশি সংখ্যক ব্যক্তি নিয়ে নাচের দৃশ্য আপাতত বাদ। জমায়েতের সিনেও কাটছাঁট।

ছবির সেটে, পোস্ট প্রোডাকশান বা রেকর্ডিংয়ের সময়েও মাস্ক পরতেই হবে।

FWICE-এর পর্যবেক্ষণকারী দল সেট ভিজিটে আসবে প্রায় প্রতিদিনই।

যদি কোনও ব্যক্তি কোভিড সংক্রান্ত নিয়মাবলী মেনে না চলেন তবে তাঁর বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেবে FWICE।

মুম্বইয়ের সপ্তাহান্তে লকডাউন চলছে। সেই সময়েও লকডাউন অমান্য করে শুটিং চালালে তা অপরাধ বলে বিবেচিত হবে

এ তো গেল সিনেমার ক্ষেত্রে। রিয়ালিটি শো’ গুলির ক্ষেত্রে নতুন নির্দেশিকা আসবে কিনা সেটাই প্রশ্ন।

Next Article