Oscars 2023 Winners Live: ভারতের জোড়া অস্কার, সেরা ছবি ‘এভরিথিং এভরিহোয়ার অল অ্যাট ওয়ান্স’
Oscars 2023 Winners Live: অস্কার জুড়ে এবারে শুধুই তেরঙ্গা। দু'দুটি অস্কার পেল ভারত। উচ্ছ্বাস গোটা দেশ জুড়ে।

অস্কার পেলেন না শৌনক সেন। যদিও ভারত থেকে এখনও আশা জাগিয়ে রেখেছে ‘আরআরআর’ ও ‘দ্য এলিফ্যান্ট হুইসপারারস’।‘সেরা অরিজিনাল সং’-এই বিভাগে মনোনয়ন পেয়েছে ‘আরআরআর’ ছবির নাটু নাটু গানটি। অন্যদিকে সেরা স্বল্পদৈর্ঘ্যের তথ্যচিত্রে রয়েছে ভারতের ‘দ্য এলিফ্যান্ট হুইসপারারস’। কী হয়, তা জানতেই উৎসুক কোটি কোটি ভারতবাসী।
LIVE NEWS & UPDATES
-
দেখুন অস্কার বিজয়ীদের সম্পূর্ণ তালিকা
The complete list of 95th Oscars winners (updating LIVE). #Oscars95 https://t.co/869N2H4Jc1
— The Academy (@TheAcademy) March 13, 2023
-
সেরা অভিনেতা ব্র্যান্ডন
সেরা অভিনেতা হিসেবে নির্বাচিত হলেন ব্র্যান্ডন ফ্রেজর। কথা বলতে গিয়ে আবেঘঘন হয়ে পড়েন অভিনেতা। বলেন, “সবাইকে ধন্যবাদ। টিমকে পাশে না পেলে এমনটা হত না।”
-
-
অস্কারের মঞ্চে সেরা ছবি
এই বছরে অস্কারে সেরা ছবির তকমা পেল, ‘এভরিথিং এভরিহোয়ার অল অ্যাট ওয়ান্স’। ‘টপ গান ম্যাভেরিক’, ‘অবতার’-এর মতো ছবির সঙ্গে পাল্লা দিয়েও শেষ হাসি হাসল ছবিটি
-
সেরা অভিনেত্রী মিশেল
‘এভরিথিং এভরিহোয়ার অল অ্যাট ওয়ান্স’ ছবির জন্য সেরা অভিনেত্রী শিরোপা ছিনিয়ে নিলেন মিশেল ইয়ো। মঞ্চে উঠে কেঁদে ফেললেন মিশেল। পরিবারকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, “ধন্যবাদ অ্যাকাডেমি। ইতিহাস রচনা হল।”

-
অস্কার পেল ‘নাটু নাটু’
ভারতে এল দ্বিতীয় অস্কার। সেরা মৌলিক গান বিভাগে অস্কার ছিনিয়ে নিল ‘নাটু নাটু’। এক নয়, দুটো অস্কার এল দেশে। প্রসঙ্গত, ‘আরআরআর’ ছবির এই আইকনিক গান কিছু দিন আগেই জিতেছিল গোল্ডেন গ্লোবও।
‘Naatu Naatu’ from ‘RRR’ wins the Oscar for Best Original Song! #Oscars #Oscars95 pic.twitter.com/tLDCh6zwmn
— The Academy (@TheAcademy) March 13, 2023
-
-
অস্কার পেল ‘অবতার’
অস্কার পেল ‘অবতার দ্য ওয়ে অব ওয়াটার’। সেরা ভিজুয়াল এফেক্টস বিভাগে এই ছবির পুরস্কার জিতে নেয়। ভারতে ব্যাপক ব্যবসা করে এই ছবি।
-
দুই নারীর জয়
অস্কার পেয়ে আপ্লুত ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’-এর প্রযোজক গুনিত মঙ্গা। টুইটে তিনি লেখেন, “ভারতীয় প্রযোজক হিসেবে এই প্রথম কেউ অস্কার পেল। দুজন নারীর জয় এটা। এখন কাঁপছি।” প্রযোজক গুনিত ও পরিচালিক কার্তিকি দু’জনেই মহিলা। শুভেচ্ছা উপচে পড়েছে তাঁদের টুইটে। এখন পালা ‘আরআরআর’-এর। কী হতে চলেছে সেখানে?
এনটিআরের সঙ্গে গুনিত

-
অস্কার এল দেশে
অবশেষে… অস্কার এল এ দেশে। শৌনক সেনের ‘অল দ্যাট ব্রিদস’ জিততে না পারলেও ভারতকে অস্কার এনে দিল ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’তথ্যচিত্রটির পরিচালক কার্তিকি গঞ্জালভিজ। প্রযোজক গুনিত মঙ্গা। এক অনাথ হাতির গল্প বলে এই ছোট ছবি। তার নাম রঘু। রঘুকে দেখাশোনা করে বোমান ও বেল্লি। পশু ও মানুষের বন্ধুত্ব শুধু নয়, এ ছবি যেন বিদেশের মাটিতে এক টুকরো ভারত।
-
দেখুন অস্কারের মঞ্চে ‘নাটু নাটু’ নাচ
Here’s the energetic performance of “Naatu Naatu” from #RRR at the #Oscars. https://t.co/ndiKiHeOT5 pic.twitter.com/Lf2nP826c4
— Variety (@Variety) March 13, 2023
-
অস্কারের মঞ্চে ‘নাটু নাটু’ নাচ
অস্কারের মঞ্চে শুরু হল ‘নাটু নাটু’ নাচ। এ এক গর্বের মুহূর্ত গোটা দেশের জন্য। দীপিকা পাড়ুকোনকে ডেকে নেওয়া হয় ‘নাটু নাটু’ টিমের সঙ্গে আলাপ করিয়ে দেওয়ার জন্য। দর্শকাসনে তখন উচ্ছ্বাস ফেটে পড়ছে।
Yesssss #RRRForOscar is here!! Yay #DeepikaPadukone pic.twitter.com/Yv1nvFm2T3
— MissRoshni (@MissRoshni) March 13, 2023
-
‘আশা করি ওঁরা আমায় টেনে নামাবেন না’
অস্কারের মঞ্চে হাজির রামচরণ, হাজির জুনিয়র এনটিআরও। অস্কারের মঞ্চে তাঁদের গান ‘নাটু নাটু’তে নাচবেন নৃত্যশিল্পী লরেন গোতিলেব। রামচরণের মজার টিপ্পনি, “যদি ওদের দেখে মঞ্চে উঠে আমিও নাচতে শুরু করি, আশা করছি ওঁরা আমায় নামিয়ে দেবেন না”।
Who else is excited for the performance of Naatu Naatu at the #Oscars tonight? #RRR star @AlwaysRamCharan definitely is! pic.twitter.com/InvKWpvxuP
— Los Angeles Times (@latimes) March 13, 2023
-
অস্কার এল না শৌনকের হাতে
শ্রেষ্ঠ তথ্যচিত্র বিভাগে মনোনীত হয়েছিল বাংলা ছেলে শৌনকের ডকুফিল্ম ‘অল দ্যাট ব্রিদস’। তবে মনোনয়ন পেলেও অস্কার এল না তাঁর কাছে। ওই বিভাগে শ্রেষ্ঠ ছবি হিসেবে নির্বাচিত হল ‘নাভালনি’।
-
রেড কার্পেটে দীপিকার লুক
View this post on Instagram -
অস্কারের রেড কার্পেটে দীপিকা পাডুকোন
অস্কারের মঞ্চে এবার দীপিকা পাডুকোন। হাঁটলেন রেড কার্পেটে। ৯৫তম অস্কার অ্য়াকাডেমি অ্যাওয়ার্ডের অনুষ্ঠানে পুরস্কার বিতরণের জন্য ডাক পেয়েছেন দীপিকা।
-
অস্কার সঞ্চালনার দায়িত্বে জিমি কিমেল
৯৫ তম অস্কার অ্যাকাডেমি অ্যাওয়ার্ড অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে এবার জিমি কিমেল।
-
অস্কারে ভারতের তিন মনোনয়ন
অস্কার জুড়ে এবারে শুধুই তেরঙ্গা। ভারত থেকে রয়েছে তিন তিনটি মনোনয়ন। ‘সেরা অরিজিনাল সং’-এই বিভাগে মনোনয়ন পেয়েছে ‘আরআরআর’ ছবির নাটু নাটু গানটি। এখানেই শেষ নয়, বাংলার ছেলে শৌনক সেনের ‘অল দ্যাট ব্রিদস’ রয়েছে সেরা ফিচার তথ্যচিত্র বিভাগে। অন্যদিকে সেরা স্বল্পদৈর্ঘ্যের তথ্যচিত্রে রয়েছে ভারতের ‘এলিফ্যান্ট হুইসপারারস’।
Published On - Mar 13,2023 5:44 AM
