জাভেদ আখতারের সামনে গান গেয়ে উচ্ছ্বসিত ছিলেন পাকিস্তানি গায়ক-অভিনেতা আলি জাফর। কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে আওয়াজ ওঠাতেই এবার জাভেদের বিরুদ্ধে সরব হলেন সেই আলি জাফরই। প্রকাশ্যেই তাঁকে বললেন ‘অবিবেচক’। এখানেই শেষ নয়, নিজেকেও গর্বিত পাকিস্থানি বলে ঘোষণা করে ইনস্টাগ্রামে করলেন একটি লম্বা চওড়া পোস্ট। কোথা থেকে বিতর্কের সূত্রপাত? লাহোরে অনুষ্ঠিত ফৈজ মেলায় হাজির হয়েছিলেন জাভেদ আখতার। সেখানে ২৬/১১ মুম্বই হামলা নিয়ে একটি মন্তব্য করেননি তিনি। দাবি করেন, যারা ওই কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল তারা এখনও পাকিস্তানের মাটিতে ঘুরে বেড়াচ্ছে। জাভেদের ওই মন্তব্যে অসন্তুষ্ট হন একাধিক পাকিস্থানি শিল্পী। যদিও আলি করেছিলেন তাঁর প্রশংসাই। যদিও এ কারণে দেশবাসীর কাছে কটাক্ষ শুনতে হয় তাঁকে। এরপরেই ইনস্টাগ্রামে জাভেদকে তুলোধনা করে একটি পোস্ট করেছে আলি জাফর। জাভেদ যখন ওই অনুষ্ঠানে ওই মন্তব্য করেছিলেন তখন নাকি সেখানে উপস্থিত ছিলেন না আলি– এমনটাই দাবি করে আলি লেখেন, “আমি একজন গর্বিত পাকিস্তানি। আর কোনও পাকিস্তানি তাঁদের দেশকে নিয়ে কোনও খারাপ মন্তব্য সহ্য করবে না, আমরা সকলেই জানি, উগ্রপন্থীদের আক্রমণ পাকিস্তানকেও কত না সহ্য করতে হয়েছে। এই ধরনের অসংবেদনশীল মন্তব্য অনেক মানুষকে কষ্ট দিতে পারে,”
এ তো গেল জাভেদের প্রতি বিদ্বেষের বহিঃপ্রকাশ। এর আগে জাভেদকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে কী লিখেছিলেন আলি? লিখেছিলেন, “তাঁকে কাছ থেকে পাওয়া অত্যন্ত সম্মানের ব্যাপার। আমি বিশ্বাস করে এসেছি শিল্প ও কৃষ্টি সবসময় কাঁটাতার মিটিতে এসেছে, মানুষকে কাছে এনেছে। ভালবাসাই শান্তির একমাত্র আধার।” আর জাভেদ কী বলেছিলেন? বলেছিলেন, “দুই দেশের মধ্যের আবহাওয়া ঠাণ্ডা হওয়া প্রয়োজন। আমি বম্বের মানুষ, আমি দেখেছি কীভাবে বম্বের উপর হামলা চালানো হয়েছিল। যারা হামলা চালিয়েছিল তারা মিশর অথবা নরওয়ের মানুষ ছিল না। এখনও আপনাদের দেশে তারা রয়েছে। তাই কোনও ভারতীয় যদি পাকিস্তানের বিরুদ্ধে আওয়াজ তোলে তবে আপনাদের খারাপ লাগার কথা নয়।”
প্রসঙ্গত, বহু বলিউড ছবিতে কাজ করেছেন আলি জাফর। আলিয়া ভাটের সঙ্গে ‘ডিয়ার জিন্দেগি’ ছবিতে দেখতে পাওয়া গিয়েছে তাঁকে। অভিনয় করেছেন ক্যাটরিনা কাইফের বিপরীতেও। যদিও পাকিস্থানি শিল্পীদের ভারতে কাজ করার নিষেধাজ্ঞা জারি হওয়ায় আর এ দেশে কাজ করতে দেখা যায় না তাঁকে।