ইউটিইবার ঝিলম গুপ্তা মানেই সোশ্যাল মিডিয়ায় চর্চা তুঙ্গে। মাঝে মধ্যেই তিনি নানা মজার মজার ভিডিয়ো শেয়ার করে থাকেন। কখনও কাউকে রোস্ট করে বসেন, কখনও আবার বেশ কিছু প্রসঙ্গিক বিষয় নিয়ে চুল চেরা বিশ্লেষণ। টলিপাড়াতেও তাঁর নাম ডাক নেহাতই কম নয়। কম বেশি সকলেই চেনেন তাঁকে। তাই বলে টলিউড অভিনেতাকে এভাবে এক হাত নিলেন তিনি! ভিডিয়ো দেখা মাত্রই চক্ষু চড়ক গাছ। সামনে যে বসে আছেন ঋত্বিক চক্রবর্তী। মাথায় তাঁর চুল নেই বলে তাঁকে টেকো বলে ডেকে বসলেন ঝিলম! তাতেই মেজাজ হারালেন অভিনেতা। ব্যস, মাঝ রাস্তাতেই শুরু হয়ে গেল তুমুল বচসা। ঝড়ের গতিতে ভাইরাল ভিডিয়ো।
এটিএম-এ টাকা তুলতে যাওয়ার সময়ই ঘটনাটি ঘটে। ঝিলম গিয়েছিলেন এটিএমন-এ টাকা তুলতে। যার গেটের বাইরে পোস্টিং ছিল অভিনেতা ঋত্বিক চক্রবর্তীর। তাঁকে দেখা মাত্রই একাধিক প্রশ্ন করেন ঝিলম, যা যা সমস্যার সম্মুখীন হচ্ছেন তিনি টাকা তুলতে গিয়ে সেই সব প্রশ্নের উত্তর যদিও ছিল না সিকিউরিটি গার্ডের কাছে। বেশ কিছুক্ষণ ধরেই চলতে থাকে তক্র-বিতর্ক। যা দেখে রীতিমত হাসির রোল ওঠে সোশ্যাল মিডিয়ায়। যদিও আসে পাশে দাঁড়িয়ে থাকা মানুষেরা কিছুক্ষমের জন্য বুঝতেও পারেননি যে তিনি আদপে অভিনেতা ঋত্বিক চক্রবর্তী। সকলেই ঝিলমের পাশে এসে দাঁড়ায় ও রীতিমত কটাক্ষ করতে থাকেন সিকিউরিটি গার্ড ঋত্বিক চক্রবর্তীকে।
যদিও এই বচসা দীর্ঘক্ষণ টানতে পারেননি ঝিলম। সম্প্রতি ইউটিউবারদের একাধিক ছবির প্রমোশনে দেখা যাচ্ছে। এবারও ঠিক তেমনটাই ঘটে এক কথায় সবটাই সাজানো। এতক্ষণে খবর প্রকাশ্যে এসেগিয়েছে অভিনেতা ঋত্বিক চক্রবর্তী তাঁর আগামী ছবির প্রচারে ব্যস্ত। সেই কারণেই ঋত্বিকের কাছে পৌঁছে যান ঝিলম। আর ছবির প্রচারের নিরিখেই তিনি এবার ইচ্ছে করেই বচসায় জড়ার অভিনেতার সঙ্গে। আসছে মায়ারজঞ্জাল, তাই সেই ছবির জন্যই সবটাই মজার ছলে। দর্শকদের দৃষ্টি আকর্ষণ করার জন্য। ঝিলমের সোশ্যাল মিডিয়ায় এই পোস্টা আসা মাত্রই তা ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায়। পাশাপাশি চর্চায় উঠে আসে ঋত্বিক চক্রবর্তীর লুকও।