Amitabh Bachchan Post: ইন্ডিয়া বনাম ভারত বিতর্কে এবার নাম জড়াল অমিতাভের? হঠাৎ কী এমন পোস্ট করলেন বিগ-বি
Gossip: মঙ্গলবার বেলা ১টা নাগাদ সোশ্যাল মিডিয়ায় ভারতের পতাকার ইমোজি-সহ একটি পোস্ট করেছেন বিগ-বি। যেখানে হিন্দি ভাষায় লেখা, ''ভারত মাতা কি জয়''।
ইন্ডিয়া’ বনাম ‘ভারত’ বিতর্ক বেশ কয়েকদিন ধরেই তুঙ্গে। এবার সেই বিতর্কে ঘি ঢালল রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর আমন্ত্রণপত্র। জি২০ উপলক্ষে সব রাজনৈতিক দলকে এক নৈশভোজে আমন্ত্রণ জানিয়েছেন রাষ্ট্রপতি। যে পত্রের মাধ্যমে রাষ্ট্রপতির এই আমন্ত্রণ, সেখানে বড় বড় করে ইংরেজিতে লেখা ‘প্রেসিডেন্ট অব ভারত’। মঙ্গলবার তা নিয়েই শুরু হয় রাজনৈতিক তরজা। যদিও এই বচসার সূত্রপাত বিরোধী দলগুলির জোট যোগসূত্রের তরফে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। কয়েকদিন আগেই বিরোধী দলগুলির জোটের নাম রাখা হয় ‘ইন্ডিয়া’ (ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইনক্লুসিভ অ্যালায়েন্স)। তারপরই কি এবার INDIA-র নাম বদলের সিদ্ধান্ত? এমনই প্রশ্ন উঠেছে বিরোধী মহলে। আর যার এবার কেন্দ্রে জায়গা করে নিয়েছে এই সরকারি আমন্ত্রণপত্র। যা প্রকাশ্যে আসার পরই সরব বিরোধী দলগুলোর নেতামন্ত্রীরা।
দেশের নাম ‘ইন্ডিয়া’ থেকে ‘ভারত’ করার জন্য সংসদের বিশেষ অধিবেশনে রেজোলিউশন আনতে পারে সরকার, সম্প্রতি এমন কানাঘুষো খবরও শোনা যাচ্ছে বিভিন্ন মহলে। তবে বিনোদন জগত এই বচসার অংশ ছিল না এই প্রসঙ্গে বলিউড শাহেনশা মুখ না খোলা পর্যন্ত। প্রসঙ্গত, অমিতাভ বচ্চনকে রাজনৈতিক কোনও বিষয় নিয়ে কার্যত মন্তব্য করতে দেখাই যায় না। সোশ্যাল মিডিয়ায় তাঁর নিত্য উপস্থিতি থাকলেও এবার ভারত বনাম ইন্ডিয়া নাম বিতর্কে কী বলে বসলেন বিগ বি?
T 4759 – 🇮🇳 भारत माता की जय 🚩
— Amitabh Bachchan (@SrBachchan) September 5, 2023
মঙ্গলবার বেলা ১টা নাগাদ সোশ্যাল মিডিয়ায় ভারতের পতাকার ইমোজি-সহ একটি পোস্ট করেছেন বিগ-বি। যেখানে হিন্দি ভাষায় লেখা, ”ভারত মাতা কি জয়”। যে সকালে রাষ্ট্রপতির নিমন্ত্রণপত্র আলোড়ন সৃষ্টি করেছে, সেই সময় অমিতাভ বচ্চনের এই পোস্ট ভীষণ প্রাসঙ্গিক বলেই মনে করছে এক শ্রেণি। কারও কথায়, এই নাম বদলের প্রসঙ্গে সহমত অমিতাভ। কারও কথায়, সরকারের পক্ষে মুখ খুলতেই এই পোস্ট তাঁর। যদিও তিনি এই পোস্ট কী কারণে করেছেন, তা স্পষ্ট নয়। তবে নিন্দুকেরা দু’য়ে-দু’য়ে চার করে নিতে বরাবরই সিদ্ধহস্ত।
I have always believed a name should be one which instills pride in us. We are Bhartiyas ,India is a name given by the British & it has been long overdue to get our original name ‘Bharat’ back officially. I urge the @BCCI @JayShah to ensure that this World Cup our players have… https://t.co/R4Tbi9AQgA
— Virender Sehwag (@virendersehwag) September 5, 2023
যদিও কেবল বিনোদন জগতেই এর প্রভাব পড়েছে এমন নয়, পাশাপাশি খেলার জগতেও এই মর্মে পোস্ট ভাইরাল। ভারতের প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র সেওয়াগ একইভাবে লিখলেন, ”আমি সর্বদাই বিশ্বাস করেছি যে, নাম একটাই হওয়া উচিত। আমরা ভারতীয়। ইন্ডিয়া নাম ব্রিটিশদের দেওয়া।” যদিও এই সকল পোষ্টের কারণেই নেটপাড়ায় বিরোধী জোটের আক্রমণের শিকার হচ্ছেন সেলেবরা। ট্রোলও চরমে। যদিও সেওয়াগ ইতিমধ্যেই সাফাই দিয়ে আরও একটি পোস্ট করেছেন, তবে অমিতাভের মুখে কুলুপ।