Arijit Singh: শো করতে গিয়ে ভয়ানক বিপত্তি, গুরুতর চোট পেলেন অরিজিৎ

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

May 08, 2023 | 1:01 PM

Viral Video: এই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর সকলেই এক প্রকার মেজাজ হারান। অনেকেই কড়া ভাষায় সমালোচনা করেন শো-এর আয়োজকদের, অরিজিৎ সিং তাঁর ভক্তদের বরাবরই ভীষণ সম্মান করে থাকেন। তাই বলে...

Arijit Singh: শো করতে গিয়ে ভয়ানক বিপত্তি, গুরুতর চোট পেলেন অরিজিৎ
Image Credit source: Twitter

Follow Us

অরিজিৎ সিং, যাঁর ভক্তের সংখ্যা নেহাতই কম নয়। তাঁর গান শোনা, তাঁকে সামনে থেকে একবার দেখার জন্য মুখিয়ে থাকেন অনেকেই। বহু মূল্য দিয়ে টিকিট কেটে তাঁর শো দেখতেও হাজির হয়ে যান, আর সেই মনের মানুষকে যখন সামনে দেখা, তখন অনেকেই নিজের আবেগ ধরে রাখতে পারেন না। সেলিব্রিটিদের কাছে এই দৃশ্য নতুন নয়। তখনও ভক্তরা ভিড়ের মধ্যে থেকে ছিটকে এসে জড়িয়ে ধরে, কেউ সেলফি তোলে, তবে তাঁদের সেই ভালবাসাই যে কখনও বিপত্তির কারণ হয়ে দাঁড়ায় তা তাঁরা অনুমানও করতে পারেন না। এবার অরিজিৎ সিং-এর সঙ্গে ঘটল ঠিক তেমনই বিপত্তি। অভিনেতার জন্য বিশেষ ধরনের মঞ্চ তৈরি করা হয়। T শেপে, যাঁতে তিনি ভক্তদের অনেকটাই কাছে পৌঁছে যেতে পারেন।

সম্প্রতি ঔরঙ্গাবাদে তাঁর কনসার্টের স্টেজটিও তেমনই ছিল। সেখানেই গায়ককে কাছে পেয়ে তাঁর হাত ধরে টানাটানি করতে শুরু করেন ভক্তরা। তাতেই বিপত্তি। রীতিমত হাতে চোট পান তিনি। তবুও মুখে কিছুই বলতে চাইছিলেন রিজিৎ। কিছুক্ষণের মধ্যেই চুপ করে যান। বাধ্য হয়ে জানান, তিনি হাতে চোট পেয়েছেন, এবার যদি তিনি গাইতে না পারেন, তবে কি এই সন্ধ্যেটা উপভোগ্য হবে সকলের কাছে?


এই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর সকলেই এক প্রকার মেজাজ হারান। অনেকেই কড়া ভাষায় সমালোচনা করেন শো-এর আয়োজকদের, অরিজিৎ সিং তাঁর ভক্তদের বরাবরই ভীষণ সম্মান করে থাকেন। সকলকেই মাথায় তুলে রাখার চেষ্টাই করেন, হাত জোড় করে সকলের সঙ্গে কথা বলেন, তবে কোথাও গিয়ে যেন সেই সেলেবের সঙ্গে এই আচরণ মানতে পারছেন না ভক্তরা। অরিজিৎ-এর কনসার্টের সেই মুহূর্তের ভিডিয়ো এখন নেটপাড়ার অন্যতম চর্চিত বিষয়।

Next Article