সামনেই বাগদান। তার আগে চুটিয়ে প্রেম করছেন রাঘব-পরিণীতি। সুদর্শন সাংসদ ও সুন্দরী অভিনেত্রীর প্রেম এখন বলিউডের চর্চায়। আপ সাংসদ রাঘব চাড্ডা ও বলি-নায়িকা পরিণীতি চোপড়ার প্রেম এককথায় জমে ক্ষীর। কখনও আইপিএলের মাঠে, কখনও আবার ডিনার ডেটে হাতে-হাত ধরে ঘুরে বেড়াচ্ছেন দু’জনে। সম্প্রতি পাপারাৎজিদের ক্যামেরায় ধরা পড়ল তাঁদের ডিনার ডেটের ছবি। ভিড়ের মধ্য়ে হবু বউকে আগলাচ্ছেন আপ সাংসদ। ছবি ভাইরাল হতেই নানা মন্তব্য জুড়েছে নেটিজেনদের একাংশ।
বিয়ের সানাই বাজল বলে। আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। আগামী ১৩ মে আনুষ্ঠানিক বাগদান। জোরকদমে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। তারই মধ্যে সকলের চোখ এড়িয়ে একটু একান্তে সময় কাটাতে মুম্বইয়ের এক রেস্তোরাঁয় ডিনার ডেটে গিয়েছিলেন সেলেব জুটি। কিন্তু পাপারাৎজিদের চোখ এড়ানো কি এত সহজ? চুপি-চুপি প্রেম আর হল না। পড়লেন ধরা। ভাইরাল হল ভিডিয়ো। কালো শর্ট ড্রেস পরে রেস্তোরাঁ থেকে বের হতেই পরিণীতিকে ঘিরে ধরল পাপারাৎজির দল। পাশেই ছিলেন রাঘব। হবু বউকে একপ্রকার আগলেই ভিড় সরিয়ে এগিয়ে গেলেন তিনি। দু’জনের মুখেই লেগেছিল মিষ্টি হাসি। তাঁদের দিকে কেউ-কেউ আবার প্রশ্ন ছুড়ে দিলেন, বিয়ে কবে? কেউ বললেন, ‘রাজনীতি থেকে পরিণীতি পর্যন্ত….।’ তবে কোনও প্রশ্নেরই উত্তর দেননি হবু দম্পতি। একগাল মিষ্টি হাসি দিয়েই পরিস্থিতি সামাল দিয়েছেন।
ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ার হটকেক এই ভাইরাল ভিডিয়ো। তবে ভাইরাল ভিডিয়ো ঘিরে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। হবু বউকে এইভাবে আগলে রাখতে দেখে কেউ-কেউ বলছেন, ‘পরিণীতির মতো ভাগ্যবান আর কয়জন হতে পারে।’ কারও বক্তব্য, সব মেয়ের এরকম কেয়ারিং স্বামী দরকার। আবার নেটিজ়েনদের একাংশের মত, পাপারাৎজিদের হাবভাব এই জুটির আত্নীয়ের মতো। বিয়ে না হওয়া পর্যন্ত নিস্তার দেবেন না ওঁদের। প্রসঙ্গত, কয়েকদিন আগে মোহালির পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন আইএস বিন্দ্রা স্টেডিয়ামে পাঞ্জাব কিংস বনাম মুম্বই ইন্ডিয়ান্সের আইপিএল ম্যাচ দেখতে গিয়েছিলেন তাঁরা। ওইদিন টুইনিং পোশাকে ধরা দিয়েছিলেন সেলেব জুটি। সেখানে পরিণীতিকে দেখে ‘বৌদি, বৌদি’ বলে চিৎকার জুড়ে দেন অনেকে।