নয়াদিল্লি : জাতীয় দল হোক বা আইপিএল (IPL) সবেতেই তরুণ তুর্কি শুভমন গিলের (Shubman Gill) ব্যাটের রানের মেগা শো দেখতে পাচ্ছে ক্রিকেট প্রেমীরা। চলতি আইপিএলে এখনও অবধি ১১টি ম্যাচে খেলেছে গুজরাট টাইটান্স। এই ১১ ম্যাচের পর শুভমনের নামের পাশে রয়েছে ৪৬৯ রান। আইপিএলের সবচেয়ে বেশি রান করা ব্যাটারদের তালিকায় তিন নম্বরে রয়েছেন গিল। রবি-বিকেলে ঘরের মাঠে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে দারুণ ফর্মে ছিলেন গিল। ৫১ বলে ৯৪ রানের অপরাজিত ইনিংস উপহার দিয়েছেন তিনি। সেই সুবাদেই অরেঞ্জ ক্যাপের দৌড়ে (আইপিএলে সবচেয়ে বেশি রান করা ব্যাটার অরেঞ্জ ক্যাপ পায়) বিরাট উন্নতি হয়েছে গিলের। ক্রিকেটের পাশাপাশি গিলের ব্যক্তিগত জীবন বরাবরই আলোচনার থাকে। আইপিএলের শেষের পথে ফের একবার গিলের ব্যাক্তিগত জীবন লাইমলাইটে। প্রায়শই শোনা যায় সারাকে মন দিয়েছেন শুভমন। যদিও এই সারা সচিনকন্যা নাকি সইফ কন্যা তা নিয়ে বিস্তর জল্পনা রয়েছে। এরই মাঝে বেশ কয়েকবার সারা আলি খান (Sara Ali Khan) ও শুভমনকে একসঙ্গে দেখা গিয়েছিল। যদিও দু’জনই তাঁদের সম্পর্ক নিয়ে মুখে কুলুপ এঁটে রেখেছেন। এইসবের মধ্যেই হঠাৎই এ বার শুভমনের মন ভাঙলেন সারা! বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
রেস্তোরাঁ থেকে এয়ারপোর্ট এবং বিমানে কয়েকবার সারা আলি খানের সঙ্গে দেখা গিয়েছে গিলকে। কিন্তু তাঁরা তাঁদের সম্পর্কে সিলমোহর দেননি। সম্প্রতি সারা আলি খানকে প্রশ্ন করা হয়েছিল যে তিনি কোন আইপিএল দলকে সবচেয়ে বেশি পছন্দ করেন। সারা-গিলের ফ্যানেরা ধরেই নিয়েছিলেন সইফকন্যা নিশ্চিতভাবে প্রিয় দল হিসেবে গুজরাট টাইটান্সের কথাই বলবেন। কারণ ওই দলের হয়েই তো শুভমন গিল খেলেন। কিন্তু কোথায় কী! সারা তা বলেননি। উল্টে তাঁর মুখে শোনা গিয়েছে রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্সের নাম। সারার এই উত্তর শোনার পর থেকে শুভমনের ফ্যানেরা কার্যত হতাশ হয়ে পড়েছেন।
প্রসঙ্গত, গত ৩ মে পঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচ ছিল মুম্বই ইন্ডিয়ান্সের। ওই ম্যাচের প্রি লাইভ শোতে হাজির হয়েছিলেন সারা আলি খান। একইসঙ্গে সারার পাশাপাশি তাঁর ‘গ্যাসলাইট’ সিনেমার সতীর্থ অভিনেতা বিক্রান্ত মেসিও ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ওই অনুষ্ঠানেই সারাকে তাঁর প্রিয় আইপিএল দল নিয়ে প্রশ্ন করা হয়েছিল। সেই প্রশ্নের উত্তরে সারা বলেন, ‘এ নিয়ে কোনও সন্দেহ নেই। আমি নীল রংয়ের পোশাক পরে এসেছি। আর ভারতীয় ক্রিকেট দলের রং নীল। একইসঙ্গে মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিও নীল রংয়ের। মুম্বই ইন্ডিয়ান্সের জয়ের জন্য আমার আন্তরিক শুভেচ্ছা রইল।’