Sourav Ganguly Biopic: বায়োপিক জল্পনার ইতি, বড়পর্দায় সৌরভ গঙ্গোপাধ্যায় চরিত্রে কে?

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Sep 02, 2023 | 2:13 PM

Biopic: অভিনয়ের দিক থেকেও আয়ুষ্মান খুরানা কোনওদিন কোনও খামতি ছাড়েননি, তাই এবার প্রযোজক থেকে পরিচালক, সকলেই আস্থা রাখছেন আয়ুষ্মান খুরানোর উপরে।

Sourav Ganguly Biopic: বায়োপিক জল্পনার ইতি, বড়পর্দায় সৌরভ গঙ্গোপাধ্যায় চরিত্রে কে?

Follow Us

গত ছয় মাস ধরেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক নিয়ে চর্চার তুঙ্গে। দাদাগিরি রিয়্যালিটি শোয়ের ১০তম সিজনে এই প্রসঙ্গে মুখও খুলেছিলেন বাংলার দাদা সৌরভ গঙ্গোপাধ্যায়। নিজের চরিত্রে পর্দায় তিনি কাকে দেখতে চান, এই নিয়ে প্রশ্ন করা হয়েছিল তাঁকে। একই প্রশ্নের উত্তর দিয়েছিলেন ডোনা গঙ্গোপাধ্যায়। এরপরই শোনা যায় বলিউডের অন্দরমহলে এই বায়োপিক নিয়ে কাজ শুরু হয়ে গেছে ইতিমধ্যেই। প্রাথমিকভাবে জানা গিয়েছিল, রণবীর কাপুরের কাছে এই ছবির প্রস্তাব পৌঁছে গিয়েছে। তবে এবার সামনে আসলেও আসল নাম। না, কাপুর পরিবারের কাছে নয়, বরং এই ছবি প্রস্তাব পেলেন আয়ুষ্মান খুরানা। আয়ুষ্মান খুরানা বরাবরই খুব ভাল ক্রিকেট খেলতে পারেন। আর এই ছবিতে নির্বাচন হওয়ার জন্য প্রাথমিক শর্ত ছিল এটাই। অভিনয়ের দিক থেকেও আয়ুষ্মান খুরানা কোনওদিন কোনও খামতি ছাড়েননি, তাই এবার প্রযোজক থেকে পরিচালক, সকলেই আস্থা রাখছেন আয়ুষ্মান খুরানোর উপরে।

শোনা যাচ্ছে আগামী দুই মাস ব্যটে-বলে তাল মিল করতে ব্যস্ত থাকবেন আয়ুষ্মান। দেখা করবেন দাদার সঙ্গে, নেবেন টিপস. জানবেন আদব-কায়দা আর সেই অনুযায়ী প্র্যাকটিস করবেন রাত দিন। তারপরই এই ছবির কাজ শুরু হওয়ার সম্ভাবনার কথা জানা যাচ্ছে। ছবি পরিচালনায় থাকছেন লাভ রঞ্জন, অর্থাৎ পেয়ার কা পঞ্চনামা, সোনু কে সুইটি কি সুইটি ছবির পরিচালক এবার সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োটিপ বানাবেন। খবর প্রকাশ্যে আসতেই ইতিমধ্যে শোরগোল শুরু হয়ে গিয়েছে বলিউডের অন্দরমহলে। খবর ভাইরাল হতে বিন্দুমাত্র সময় নেয়নি। এখন তাই প্রত্যেকেই অপেক্ষায় রয়েছেন, সৌরভ গঙ্গোপাধ্যায় লুকে কবে প্রকাশ্যে আসবে আয়ুষ্মান খুরানার ছবি। মহেন্দ্র সিং ধোনি, সচীন টেন্ডুলকার, কপিল শর্মার পর এবার পর্দায় সৌরভ গঙ্গোপাধ্যায়। এখন দেখার বাংলার মহারাজের জানা অজানা গল্প দর্শক দরবারে কতটা আলোড়ন সৃষ্টি করে।

Next Article