Deepika Padukone: আল্লু অর্জুন নন! এই দক্ষিণী অভিনেতার সঙ্গে কাজ করতে মরিয়া দীপিকা

বলিউডে দক্ষিণী অভিনেতাদের দাপট ক্রমশই প্রখর হয়ে উঠছে। সম্প্রতি পুষ্পা তারই প্রমাণ। এ ছাড়াও আর কিছুদিনের মধ্যেই মুক্তি পেতে চলেছে রাজামৌলী পরিচালিত আরআরআর।

Deepika Padukone: আল্লু অর্জুন নন! এই দক্ষিণী অভিনেতার সঙ্গে কাজ করতে মরিয়া দীপিকা
দীপিকা।
Follow Us:
| Edited By: | Updated on: Feb 11, 2022 | 10:01 AM

বলিউডে এ-লিস্টার তিনি। তাঁর ডেট পাওয়া পরিচালকদের কাছে চাঁদ আনার সমান। এ হেন দীপিকা পাড়ুকোনই নাকি এই অভিনেতার সঙ্গে কাজ করার জন্য রীতিমতো মরিয়া হয়ে উঠেছেন। নিজের মুখেই জানাচ্ছেন সে কথা। কে সেই অভিনেতা? ভাববেন না তিনি পুষ্পা ‘আল্লু অর্জুন’। এই মুহূর্তে দীপিকার পছন্দের জুনিয়র এনটিআর।

সম্প্রতি বলিউড বাবলকে দেওয়া এক সাক্ষাৎকারে দীপিকা বলেন, “আশা করি আমার বলা কথা কারও মধ্যে বিরোধ তৈরি করবে না তবে আমি জুনিয়র এনটিআরের সঙ্গে কাজ করতে চাই। আল্লুর সঙ্গেও কাজ করতে চাই। কিন্তু এনটিআরকে নিয়ে আমি এই মুহূর্তে অবসেসড। ওর পারসোনালিটি মারাত্মক।” রাখঢাক না করেই দীপিকা এও জানান বাহুবলী ও আরআরআর পরিচালক রাজামৌলীর সঙ্গেও কাজ করতে চান তিনি।

বলিউডে দক্ষিণী অভিনেতাদের দাপট ক্রমশই প্রখর হয়ে উঠছে। সম্প্রতি পুষ্পা তারই প্রমাণ। এ ছাড়াও আর কিছুদিনের মধ্যেই মুক্তি পেতে চলেছে রাজামৌলী পরিচালিত আরআরআর। সেখানেও রয়েছেন দুই দক্ষিণী অভিনেতা জুনিয়র এনটিআর ও রাম চরণ। ছবিটিতে রয়েছেন আলিয়া ভাট ও অজয় দেবগণও। ইন্ডাস্ট্রির অন্দরের খবর অনুযাযী এই ছবিতে ২০ মিনিটেরও কম সময়ের জন্য রয়েছেন আলিয়া। অন্যদিকে এই ছবির জন্য় মাত্র সাতদিন শিডিউল ছিল অজয় দেবগনের। মাত্র ২০ মিনিটের অ্যাপিয়ারেন্সের জন্য আলিয়ার পারিশ্রমিক ৯ কোটি টাকা। আর এই কেমিও চরিত্রের জন্য অজয়ের পারিশ্রমিক ৩৫ কোটি টাকা। সূত্রের খবর, উত্তর ভারতের দর্শকদের প্রেক্ষাগৃহে আনার জন্যই নাকি ছবিতে বলিউডের এই দুই তারকাকে নেওয়া হয়েছে।

ছবিতে কম সময়ের জন্য থাকলেও আলিয়া এবং অজয়ের চরিত্রগুলি গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন রাজামৌলি। দুই দক্ষিণী তারকার সঙ্গে সমান তালে অভিনয় করেছেন আলিয়া। অজয়ের চরিত্রকেও এ ছবির প্রাণ বলে তকমা দিয়েছেন পরিচালক। ছবির দুই প্রধান নায়ক সুপারস্টার রামচরণ এবং জুনিয়র এনটিআর। তাঁরাই এই ছবির প্রাণকেন্দ্র। আর চালিকাশক্তি অজয়-আলিয়া। আপাতত দীপিকা মজে এনটিআরে আর অভিনেতা?

আরও পড়ুন- Bengali Serial TRP: প্রথম তিনেও রইল না ‘মিঠাই’! বাংলা পেল নতুন টপারকে

আরও পড়ুন- Adrit Roy Exclusive: যারা নিজের ইচ্ছেয় বিয়ে দিচ্ছিল তারাই বিয়ে ভেঙে দিয়েছে: আদৃত রায়