AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bangla Cine Utsav: দিল্লিতে পঞ্চদশ বাংলা সিনে উৎসব, কলকাতা থেকে উড়ে যাচ্ছেন পাওলি, তনুশ্রীরা

Bangla Cine Utsav-Delhi: দিল্লির বাঙালি দর্শকদের কথা মাথায় রেখেই উৎসবের আয়োজন করা হয়েছে।

Bangla Cine Utsav: দিল্লিতে পঞ্চদশ বাংলা সিনে উৎসব, কলকাতা থেকে উড়ে যাচ্ছেন পাওলি, তনুশ্রীরা
পঞ্চম বাংলা সিনে উৎসব।
| Edited By: | Updated on: Mar 03, 2022 | 8:37 PM
Share

আগামী ১১ থেকে ১৩ মার্চ পর্যন্ত আয়োজিত হতে চলেছে পঞ্চদশ বাংলা সিনে উৎসব। আয়োজনে মুখ্য ভূমিকা পালন করছে দিল্লির বেঙ্গল অ্যাসোসিয়েশন। বঙ্গ সংস্কৃতি ভবনের মুক্তধারা প্রেক্ষাগৃহে তিনদিন ব্যাপী উৎসবে পূর্ণ দৈর্ঘ্যের সাতটি এবং স্বল্প দৈর্ঘ্যের চারটি নতুন ছবি প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে। এবারের উৎসবের ব্র্যান্ড অ্যাম্বাস্যাডার কলকাতার নামকরা অভিনেত্রী পাওলি দাম। উপস্থিত থাকছেন অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী, শ্যামল দত্তরা।

বেঙ্গল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক তপন সেনগুপ্ত জানিয়েছেন, চলতে থাকা কোভিড প্রতিকুল পরিস্থিতির সম্মুখীন হয়েও কেবলমাত্র পশ্চিমবঙ্গের বাইরে বাংলা সিনেমার প্রচার ও প্রসারের কথা চিন্তা করেই এই উৎসবের আয়োজন করা সম্ভব হয়েছে। বাংলা সিনে উৎসবে দিল্লির বাঙালিরা একত্রিত হয়ে নতুন বাংলা ছবির স্বাদ নিতে পারবেন। ফলে দিল্লির বাঙালিদের কাছে এই উৎসবের গুরুত্ব অন্য মাত্রা পেয়েছে। দিল্লির বাঙালিদের এই উৎসবে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন উৎসব কমিটির সাধারণ সম্পাদক।

বেশ কিছু বাংলা ছবি প্রদর্শিত হবে চলচ্চিত্র উৎসবে। থাকছে লীনা গঙ্গোপাধ্যায় ও শৈবাল বন্দ্যোপাধ্যায়ের ‘সাঁঝবাতি’। ছবিতে অভিনয় করেছেন সৌমিত্র চট্টোপাধ্যায়, লিলি চক্রবর্তী, পাওলি দাম ও দেব। দেখানো হবে শাশ্বত চট্টোপাধ্যায়, শঙ্কর চক্রবর্তী, অনুষ্কা চক্রবর্তী ও কিঞ্জল নন্দর ‘হীরালাল’। থাকছে ‘ট্যাংরা ব্লুজ়’। সেই ছবিতে অভিনয় করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়, মধুমিতা সরকার। পরিচালনা করেছেন সুপ্রিয় সেন। বাংলা ছবি ‘তখন কুয়াশা যখন’ও থাকছে। পরিচালকের নাম শৈবাল মিত্র। অভিনয় করেছেন সৌমিত্র চট্টোপাধ্যায়, শাশ্বত চট্টোপাধ্যায় ও বাসবদত্তা। থাকছে দেব ও পরাণ বন্দ্যোপাধ্যায় অভিনীত ও অভিজিৎ সেন পরিচালিত ‘টনিক’। পরমব্রত চট্টোপাধ্য়ায়, তনুশ্রী চক্রবর্তী ও মমতা শঙ্কর অভিনীত ‘অন্তর্ধান’ ছবিটি থাকছে প্রদর্শনীর তালিকায়। ছবির পরিচালক অরিন্দম ভট্টাচার্য। উৎসবে দেখানো হবে বাংলা ছবি ‘আবার বছর কুড়ি পরে’। ছবিতে রয়েছেন অর্পিতা চট্টোপাধ্যায়, আবির চট্টোপাধ্যায়, তনুশ্রী চক্রবর্তী ও রুদ্রনীল ঘোষ। ছবির পরিচালক শ্রীমন্ত সেনগুপ্ত।

বলাই বাহুল্য, জমজমাট হতে চলেছে পঞ্চদশ বাংলা সিনে উৎসব।

আরও পড়ুন: The Tale of a Santa and his Moth: সঙ্গীত যুক্ত হল স্যান্টার গল্পে, প্রায় তৈরির মুখে অনীক-পবনের ছবি

আরও পড়ুন: Tulsi Chakraborty Birthday: বাসে যেতে যেতে আমার বাবার পরিচয় দিয়েছিলেন তুলসীদা: লিলি চক্রবর্তী

আরও পড়ুন: Monu Mukherjee Birthday: আমার গাড়ি না ছাড়া পর্যন্ত বাড়ির দরজায় ঠায় দাঁড়িয়ে থাকতেন মনু জেঠু: বাসবদত্তা