বি-টাউনে হাওয়ায় ভাসে কথা। নিজেদের পারিশ্রমিক নিয়ে প্রকাশ্যে মুখ খোলেন না কোনও শিল্পী। কিন্তু ওই যে দেওয়ালেরও কান আছে। শ্রেয়া ঘোষাল থেকে শুরু করে অরিজিৎ সিং, বাদশা থেকে হানি... প্রতিটি গানের জন্য কত টাকা নেন তাঁরা? রইল আনুমানিক হিসেব।
সূত্র বলছে প্রতিটি গানের জন্য নেহার কক্করের পারিশ্রমিক ১৫ থেকে ১৮ লক্ষ টাকা।
সূত্র মারফৎ জানা যাচ্ছে অরিজিৎ সিং গান প্রতি নিয়ে থাকেন ১৮ থেকে ২০ লক্ষ টাকা।
অন্যদিকে খবর বলছে বাদশাও নাকি নিয়ে থাকেন অরিজিতের অনুরূপ পারিশ্রমিক।
অন্যদিকে মিকা নাকি আরও একটু এগিয়ে, তিনি চার্জ করেন গানপ্রতি ২০ থেকে ২২ লক্ষ টাকা।
আর সুনিধি-শ্রেয়া? সূত্র জানাচ্ছে সুনিধি চৌহান নাকি নিয়ে থাকেন প্রতিটি গানে আনুমানিক ১১ থেকে ১৫ লক্ষটা।
আর এই তালিকায় এই মুহূর্তে সবচেয়ে বেশি পারিশ্রমিক নাকি শ্রেয়া ঘোষাল। তিনি নাকি গান প্রতি ২৫ থেকে ২৭ লক্ষ টাকা নিয়ে থাকেন বলে জানিয়েছেন সূত্র।