Athiya-Rahul Relation: সদ্য বিবাহিত আথিয়া-রাহুলের মধ্যে বিবাদ? প্রথম ক্ষমা কে চান?
Inside Story: বিয়ের কয়েকমাসের মধ্যে এ কোন তথ্য সামনে এল! রাহুল ও আথিয়ার সংসার জীবনের এ কোন কাহিনি ফাঁস?
চলতি বছরের ২৩ জানুয়ারি বলিউড তারকা আথিয়া শেট্টির (Athiya Shetty) সঙ্গে গাঁটছড়া বাঁধেন ভারতের তারকা ক্রিকেটার কেএল রাহুল (KL Rahul)। বিয়ে পর্ব মিটিয়ে তড়ি ঘড়ি কেএল রাহুল ফেরেন জাতীয় দলের ডিউটি। রিসেপশন থেকে হানিমুন কোনওটাই করে উঠতে পারেননি রাহুল গুরুত্বপূর্ণ বর্ডার গাভাসকর ট্রফির জন্য। তারই জেরে কি এবার দুইয়ের মাঝে অশান্তি! না, দীর্ঘ প্রেমের পর এবার সাত পাকে বাঁধা পড়ে দিব্যি আছেন এই জুটি। ঝড়ের গতিতে ভাইরাল হওয়া তাঁদের প্রতিটা খবরের মাঝে এবার সামেন এল সংসার জীবনের নানা খুটিনাটি রহস্য। কে কেমন, একেবারে হাটে হাঁড়ি ভেঙে দিলেন একে অপরের। সংসার মানেই তো তাতে বিবাদ বর্তমানে। তাঁদের মধ্যেও মনোমালিন্য নতুন কোনও বিষয় নয়। তবে প্রথম ক্ষমাটা চাইবার উদ্যোগটা কি দুজনেই নিয়ে থাকেন?
গত ২৩ জানুয়ারি সুনীলের খামারবাড়িতে বিয়ে হয় আথিয়া ও রাহুলের। খুব ছোট করেই হয়েছিল বিয়ের অনুষ্ঠান। আথিয়ার বিয়ের সাজ ছিল বড়ই সাদামাটা। জামাই রাহুলকে নিয়ে সেলেব শ্বশুরও বেশ খুশি। বলেছিলেন, “আমি ওর বাবা। শ্বশুর কীভাবে হওয়া যায় তা আমি জানি না। আমি ওর ভক্ত ছিলাম। আজ এক অন্য সম্পর্ক গড়ে উঠেছে। ও ভিষণ গুণী একজন মানুষ।” তবে সেই জামাই বাস্তবে কেমন ফাঁস করলেন আথিয়া।
কথায় বলে ঘর করলে তবেই বোঝা যায়। এক্ষেত্রেও বিষয়টা ঠিক তেমনই হল। দীর্ঘদিন রাহুলের সঙ্গে থাকার অভিজ্ঞতা। কোনও ভূল, সে যার তরফ থেকেই হোক না কেন, প্রথম ক্ষমাটা কিন্তু চেয়ে থাকেন আথিয়া শেট্টি। আর পাশে বসে তা অকপটে স্বীকার করে নেন কে এল রাহুল। সম্প্রতি ভোগ ম্যাগাজ়িনের একটি শুটে এসে ক্যান্ডিড লুকে ধরা দিলেন তাঁরা। সেখানেই একাধিক প্রশ্নের মাঝে ফাঁস হল সম্পর্কের সমীকরণ। যদিও তাঁদের জুটি যে বেশ মজবুত, তা আর বলার অপেক্ষা রাখে না।