পাকিস্তানের মাটিতে গিয়ে ২৬/১১ মুম্বই হামলা নিয়ে তাদেরই কটাক্ষ করেছেন জাভেদ আখতার। তাঁর সেই মন্তব্য নিয়ে জারি আলোচনা- সমালোচনা। ওদেশে তিনি হয়েছেন সমালোচিত। অন্যদিকে তাঁর এই মন্তব্যের কারণে, এ দেশ তাঁকে করছের ধন্য ধন্য। এমতাবস্থায় জাভেদের প্রতিক্রিয়া কী? জাভেদ মনে করছেন, তাঁর ওই মন্তব্য নিয়ে যেভাবে তোলপাড় হচ্ছে, তাতে তাঁর মনে হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ জিতেছেন তিনি। তিনি এও জানিয়েছেন, ও দেশ বা স্বদেশ– নিজের মনের কথা বলতে কখনওই ভয় পান না তিনি। তাঁর কথায়, “ব্যাপারটা বড্ড বড় হয়ে গিয়েছে। আমার মনে হয় এটাকে নিয়ে বেশি ঘাঁটানো আর উচিৎ নয়। যখন দেশে ফিরলাম, মনে হল যেন যুদ্ধ জয় করে ফিরেছি। এত মানুষ ফোন করতে শুরু করেছে, মনে হচ্ছে কী না কী করে ফেলেছি।” তাঁর মন্তব্য নিয়ে পাকিস্তানে যে চলছে জোরকদমে সমালোচনা সে সম্পর্কেও ওয়াকিবহাল তিনি। যদিও তা নিয়ে বিশেষ ভাবিত নন জাভেদ। তাঁর কথায়, “শুনলাম ওখানে মানুষ আমার নিন্দা করছে। আমি বিতর্কিত কথা এ দেশেও বলেছি। এ দেশে আমি জন্মেছি, থাকি হয়তো এদেশের মাটিতেই মারা যাব। এখানে যখন ভয় পাই না তখন ওদের কেন ভয় পেতে যাব?”
কী বলেছিলেন জাভেদ, যা নিয়ে হচ্ছে এত আলোচনা? লাহোরে অনুষ্ঠিত ফৈজ মেলায় হাজির হয়েছিলেন জাভেদ আখতার। সেখানে ২৬/১১ মুম্বই হামলা নিয়ে একটি মন্তব্য করেন তিনি। পাকিস্তানিদের উদ্দেশে তিনি বলেন, “দুই দেশের মধ্যের আবহাওয়া ঠাণ্ডা হওয়া প্রয়োজন। আমি বম্বের মানুষ, আমি দেখেছি কীভাবে বম্বের উপর হামলা চালানো হয়েছিল। যারা হামলা চালিয়েছিল তারা মিশর অথবা নরওয়ের মানুষ ছিল না। এখনও আপনাদের দেশে তারা রয়েছে। তাই কোনও ভারতীয় যদি পাকিস্তানের বিরুদ্ধে আওয়াজ তোলে তবে আপনাদের খারাপ লাগার কথা নয়।” জাভেদের ওই মন্তব্যের পর কার্যত ঝড় বয়ে যায়। ইনস্টাগ্রামে জাভেদের কথার বিরুদ্ধে সরাসরি প্রতিবাদ জানান পাকিস্তানি গায়ক ও অভিনেতা আলি জাফর।
প্রকাশ্যেই তাঁকে বললেন ‘অবিবেচক’। এখানেই শেষ নয়, নিজেকেও গর্বিত পাকিস্থানি বলে ঘোষণা করে আলি লেখেন, ” আমি একজন গর্বিত পাকিস্তানি। আর কোনও পাকিস্তানি তাঁদের দেশকে নিয়ে কোনও খারাপ মন্তব্য সহ্য করবে না, আমরা সকলেই জানি, উগ্রপন্থীদের আক্রমণ পাকিস্তানকেও কত না সহ্য করতে হয়েছে। এই ধরনের অসংবেদনশীল মন্তব্য অনেক মানুষকে কষ্ট দিতে পারে”। পাকিস্তানে জাভেদকে বয়কটের ডাকও দেওয়া হয়। তবে এ সব নিয়ে ভাবিত নন জাভেদ। তিনি যে মহৎ কিছু করেছেন, এমনটাও মনে করছেন না তিনি।