Ranbir Kapoor: ‘এতে বিতর্কের কিছু নেই’, পাকিস্তানের ছবিতে হিরো হচ্ছেন রণবীর? যা বললেন অভিনেতা

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Feb 25, 2023 | 11:04 AM

Ranbir Kapoor: তিনি সত্যিই কি পাকিস্তানি ছবিতে অভিনয় করছেন? না, আর কোন জল্পনা নয় এবার সোজাসুজি বিতর্কে মুখ খুললেন রণবীর কাপুর।

Ranbir Kapoor: এতে বিতর্কের কিছু নেই, পাকিস্তানের ছবিতে হিরো হচ্ছেন রণবীর? যা বললেন অভিনেতা

Follow Us

দুমাস আগে করা এক মন্তব্য ঘিরে তোলপাড় বলিউড বারে বারে সোশ্যাল মিডিয়ায় একটা প্রশ্ন রণবীর কাপুরকে নিয়ে উঠে আসতে দেখা যায়। তিনি নাকি পাকিস্তানি ছবিতে অভিনয় করতে চলেছেন। খবর সামনে আছি মিলে মিশ্র প্রতিক্রিয়া সোশ্যাল মিডিয়ায়। কেউ কেউ করা ভাষায় সমালোচনা করতেও ছাড়লেন না রণবীরকে। তবে সত্যি কি তাই! তিনি সত্যিই কি পাকিস্তানি ছবিতে অভিনয় করছেন? না, আর কোন জল্পনা নয় এবার সোজাসুজি বিতর্কে মুখ খুললেন রণবীর কাপুর। স্পষ্ট জানিয়ে দিলেন তিনি এক চলচ্চিত্র উৎসবে গিয়েছিলেন যেখানে তাঁর করা মন্তব্যকে ভুল ভাবে উপস্থাপন করা হচ্ছে।

সম্প্রতি চন্ডিগড়ে রণবীর কাপুর তাঁর আগামি ছবি টু শুটিং এসে এই প্রসঙ্গে কথা বলেন। তাঁর কথায় ”আমার মন্তব্য একটু ভুল ভাবে ছড়িয়ে গিয়েছে আমি একটি চলচ্চিত্র উৎসবে গিয়েছিলাম। সেখানে বহু পাকিস্তানের চলচ্চিত্র নির্মাতারা উপস্থিত ছিলেন যারা আমায় জিজ্ঞাসা করেছিলেন ভাল চিত্রনাট্য পেলে আমি সেখানে ছবি করব কিনা! যাই হোক আমি কোনওভাবেই বিতর্কে জড়াতে চাই না।”

তবে এখানেই শেষ নয়, তিনি আরও বলেন, ”আমার মনে হয় না এটা নিয়ে এত বিতর্কে প্রয়োজন আছে আমার কাছে ছবিটা ছবি শিল্পটা শিল্পই। আমি ফাওয়াদ খানের সঙ্গে কাজ করেছি আমি বহু পাকিস্তানের আর্টিস্টদের চিনি। ফাতে আলী খান আতিফ আসলাম এনাদের হিন্দি ছবিতে বহু অবদান। সিনেমা সিনেমাই হয় সিনেমা সীমান্ত দেখে না।” যার ফলে বিষয়টা স্পষ্ট হয়ে যায় যে অভিনেতা পাকিস্তানের ছবিতে কাজ করছেন খবরটা সত্যি নয়। তবে ছবির অফার পেলে ভেবে দেখতেই পারেন, সেই বিষয়ও সাফ জানাতে পিছপা হলেন না কাপুর সন্স।

Next Article