হিন্দি সিরিয়ালে অভিনয় করেছেন একটা সময়। বিগ বস ওটিটিতেও অংশগ্রহণ করেছিলেন। তারপর থেকে লাইমলাইটে চলে এসেছেন অভিনেত্রী উরফি জাভেদ। অভিনয়ের জন্যে নয়। উরফি লাইমলাইটে এসেছেন তাঁর ফ্যাশনের কারণে। যে ফ্যাশনকে অনেকেই ছকভাঙা কিংবা অন্যরকম বলে থাকেন। সাহসী তো বটেই, উরফির পরনের স্বল্প বসনগুলি তৈরি বিচিত্র উপাদানে। উরফির ফ্যাশন নিয়ে নিন্দা হলেও ফ্যাশনিস্তারা তাঁকে বাহবাই দিয়েছেন। যেমন – রণবীর সিং, মাসাবা গুপ্তা। এই উরফির জীবন কখনও মসৃণ ছিল না। তাঁর রাস্তায় ছড়িয়ে ছিল কাঁটা। সেই ছোটবেলা থেকেই জীবন জর্জরিত তাঁর নানা কারণে।
একটি পত্রিকার প্রচ্ছদের জন্য সম্প্রতি ফটোশুট করেছেন উরফি। সেই পত্রিকার সাক্ষাৎকারেই উরফি জানিয়েছেন, তাঁর শৈশবের কিছু ভয়াবহ ঘটনার কথা। তিনি নাকি একাধিকবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন ছোটবেলায়। এবং সেটি তিনি করার চেষ্টা করেছিলেন বাবার কারণে।
উরফি জানিয়েছিলেন, ছেলেবেলায় বাবা ছিলেন তাঁর জীবনের ত্রাশ। কেবল তাঁর নয়, গোটা পরিবারের। তাঁর মা এবং ভাই-বোনেরা বাবার হাতে অত্যাচারিত ছিলেন। তাঁদের উপর শারীরিক এবং মানসিক নির্যাতন চালাতেন বাবা। তাঁদের সকলের গায়ে হাত তুলতেন বাবা। মাকেও রেহাই দিতেন না। অশ্রাব্য ভাষায় গালিগালাজও করতেন। সেই জন্যই নিজের জীবন শেষ করে দিতে চেয়েছিলেন উরফি।
উরফি আরও জানিয়েছিলেন, বাড়ি থেকে বাইরে বেরনোর অনুমতি ছিল না তাঁর। বাবা অনুমতি দিতেন না তাঁকে। কিন্তু তিনি খুব টিভি দেখতেন। সেই একই সাক্ষাৎকারে উরফি বলেছেন, “অর্থাভাব আমার ছিল চিরকাল। ছোটবেলায় হাতে পয়সা থাকত না। সেই থেকে আমার মনে হতে শুরু করে, কোনও পুরুষের পিছনে নয়। মেয়েদের টাকার পিছনে ছোটা উচিত।”