Kajol: স্বামীর থেকে উৎসাহ পেয়েও কেন খুশি থাকেন কাজল; কী তাঁর বিবাহিত জীবনের সমীকরণ?

Ajay Devgn: কাজল এবং অজয় দেবগণ একসঙ্গেও বহু ছবিতে অভিনয় করেছেন। কিছু ছবি অজয় নিজেই পরিচালনা করেছিলেন। স্বামীর পরিচালনায় কাজ করে বরাবরই দুর্দান্ত অনুভূতি হয়েছে কাজলের। নিজেই স্বীকার করেছেন সে কথা। ভবিষ্যতে আরও অনেক ছবিতে অজয়ের পরিচালনায় কাজ করার আগ্রহও প্রকাশ করেছেন তিনি। কাজল তাঁর স্বামীকে জানিয়েওছিলেন, পৃথিবীর অন্যতম সেরা পরিচালক অজয়ই।

Kajol: স্বামীর থেকে উৎসাহ পেয়েও কেন খুশি থাকেন কাজল; কী তাঁর বিবাহিত জীবনের সমীকরণ?
অজয় দেবগণ এবং কাজল।
Follow Us:
| Edited By: | Updated on: Oct 07, 2023 | 10:31 PM

২৪ বছর আগে বলিউড অভিনেতা অজয় দেবগণকে বিয়ে করেছিলেন বলিউড অভিনেত্রী কাজল। কিন্তু এই ২৪ বছরে তাঁর অভিনয় পেশা নিয়ে স্বামীর থেকে তেমন উৎসাহ পাননি কাজল। এমনকী, বাড়িতে একসঙ্গে থাকার সময়ও অজয় এবং কাজল তাঁদের কাজ নিয়ে কথা বলেন না। কথা বলেন না কোনও ছবি নিয়েও। কাজল বলেছেন, “স্বামী-স্ত্রী হিসেবে আমাদের আরও অনেক বিষয়ে কথা বলার আছে।”

সম্প্রতি এক সাক্ষাৎকারে কাজল জানিয়েছেন, তাঁর স্বামী তাঁর ছবি দেখেন না। কিন্তু তিনি দেখেন। আজকের যুগের মেয়ে হয়েও স্বামীর এই অবজ্ঞা হাসি মুখে মেনে নিয়েছেন কাজল। সাফ জানিয়েছেন, বিষয়টি তাঁকে বিচলিত করে না এক্কেবারেই। এমনকী, একে-অপরকে অভিনয়ের টিপসও দেন না তাঁরা। কাজলের বক্তব্য, “আমি এবং অজয় – আমরা দু’জনেই মানুষ হিসেবে খুবই আত্মবিশ্বাসী। কাজের ব্যাপারে কোনওদিনও আমরা একে-অপরের কাছে যাইনি। বলিনি, এই সিনটা এই ভাবে করো, ইত্যাদি। আমরা এ ব্যাপারগুলো নিয়ে নিজেরা একদম কথাই বলি না। আমাদের আরও অনেক কিছু আছে কথা বলার মতো। দুটি সন্তান আছে। ঘর আছে। দুটি পোষ্য সারমেয় আছে। চারটে গাড়ি আছে। এগুলো নিয়ে বেশি কথা হয়। অর্থাৎ, সাংসারিক কথাই হয় বেশি।”

কাজল এবং অজয় দেবগণ একসঙ্গেও বহু ছবিতে অভিনয় করেছেন। কিছু ছবি অজয় নিজেই পরিচালনা করেছিলেন। স্বামীর পরিচালনায় কাজ করে বরাবরই দুর্দান্ত অনুভূতি হয়েছে কাজলের। নিজেই স্বীকার করেছেন সে কথা। ভবিষ্যতে আরও অনেক ছবিতে অজয়ের পরিচালনায় কাজ করার আগ্রহও প্রকাশ করেছেন তিনি। কাজল তাঁর স্বামীকে জানিয়েওছিলেন, পৃথিবীর অন্যতম সেরা পরিচালক অজয়ই। তাই বারবারই অজয়কে তিনি বলতে থাকেন, “তোমাকে ফের আমাকে নিতে হবে তোমার ছবিতে। আমাদের ফের একসঙ্গে কাজ করা উচিত।” কিন্তু কাজলের সঙ্গে ফের কাজ করার চিত্রনাট্য খুঁজে পাননি অজয়। জানিয়েছেন কাজলই।

তবে নিজে কোনওদিনও ছবি পরিচালনা করবেন না কাজল। তিনি মনে করেন, অজয় যে আবেশে ঢুকে যান পরিচালনার সময়, কাজল তা কোনওদিনও পারবেন না। তিনি মজার ছলে বলেওছেন, “একটা ছবি নিয়ে অজয়ের আবেশ বাড়াবাড়িরকমের। আমার তা নেই। আমি অতটা কমিটমেন্টে যেতে পারি না। আমার একবারই বিয়ে হয়েছে। বারংবার বিভিন্ন চিত্রনাট্যের সঙ্গে বিয়ে করতে পারব না আমি।”