Actress Death: মেয়েকে নিয়ে পোস্ট, ঘণ্টা কয়েক পরেই ঝুলন্ত দেহ উদ্ধার সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রীর

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Sep 01, 2023 | 1:58 PM

Actress Death: মেয়েকে নিয়ে করেছিলেন এক আদুরে পোস্ট। লিখেছিলেন আমার সোনা বাচ্চা। এর কিছুক্ষণের মধ্যেই যে ঘটতে চলেছে অঘটন, তা হয়তো ভাবতেও পারেননি তাঁর অনুরাগীরা।

Actress Death: মেয়েকে নিয়ে পোস্ট, ঘণ্টা কয়েক পরেই ঝুলন্ত দেহ উদ্ধার সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রীর
ঝুলন্ত দেহ উদ্ধার সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রীর

Follow Us

মেয়েকে নিয়ে করেছিলেন এক আদুরে পোস্ট। লিখেছিলেন, ‘আমার সোনা বাচ্চা’। এর কিছুক্ষণের মধ্যেই যে ঘটতে চলেছে অঘটন, তা হয়তো ভাবতেও পারেননি তাঁর অনুরাগীরা। তাঁর অর্থাৎ অভিনেত্রী অপর্ণা নায়ারের। মালায়ালাম ধারাবাহিক জগতে পরিচিত নাম ছিলেন অপর্ণা। বয়স হয়েছিল ৩৩ বছর। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কর্ণাটকের করমনায় নিজের বাড়ি থেকেই দেহ উদ্ধার হয়েছে ওই অভিনেত্রীর।

সংবাদ সংস্থা পিটিআই মারফৎ খবর, ইতিমধ্যেই ওই ঘটনায় ভারতীয় দন্ডবিধির ১৭৪ ধারায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান আত্মহত্যা করেছেন অপর্ণা। যদিও কী কারণে আত্মহত্যা, নেপথ্যে কোনও প্ররোচনা রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। তাঁর বোন ঐশ্বর্যা জানিয়েছেন, অপর্ণার শ্বশুরবাড়ির তরফে তাঁকে ফোনে জানানো হয় তাঁর দিদি আত্মহত্যা করেছেন। তাঁর কথায়, “যখন আমি ওই বাড়ি পৌঁছই ওকে খাটে শোয়ানো ছিল। গলায় শাড়ি জড়ানো ছিল। ওকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত ঘোষণা করা হয়।” কেন দিদির মৃত্যু হল সে ব্যাপারে তাঁর কোনও ধারণা নেই বলেই জানিয়েছেন মৃত অভিনেত্রীর বোন।

দুই সন্তান ও স্বামীকে নিয়ে ওই বাড়িতেই থাকতেন অপর্ণা। ঘটনার সময় তাঁর ছোট মেয়ে ও স্বামী বাড়িতেই ছিলেন বলে জানা যাচ্ছে। এত বড় অঘটন কেন স্বামী টের পেলেন না, সে ব্যাপারেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাঁকে। দক্ষিণী জগতে বেশ পরিচিত নাম অপর্ণা। ‘মেঘাতীর্থম’, ‘কলকি’, ‘কদালু পরঞ্জ কাড়া’-সহ বহু ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। মৃত্যুর ঠিক আগেও মেয়েকে নিয়ে ভিডিয়ো পোস্ট করেছেন। এমনকি স্বামীকে নিয়েও ইনস্টাগ্রামে রয়েছে একাধিক প্রেমমাখা ভিডিয়ো। তা সত্ত্বেও কেন মৃত্যু? সত্যিই কি আত্মহত্যা নাকি নেপথ্যে লুকিয়ে রয়েছে কোনও রহস্য, সবটাই খতিয়ে দেখছে পুলিশ।

Next Article