Kareena Kapoor: ‘মুখ চোখের কী অবস্থা’! কটাক্ষকে বুড়ো আঙুল, সুহানার সঙ্গে কোথায় গেলেন করিনা?

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Sep 01, 2023 | 4:40 PM

Kareena Kapoor: করিনা কাপুর-- বলিউডের 'পু' তিনি। বয়স ৪২ পার হয়েছে, তাও তিনি সুপার হট। তবে নায়িকা যখন কটাক্ষ তো তাঁর দিকে উড়ে আসবেই।

Kareena Kapoor: মুখ চোখের কী অবস্থা! কটাক্ষকে বুড়ো আঙুল, সুহানার সঙ্গে কোথায় গেলেন করিনা?
কোথায় গেলেন তাঁরা?

Follow Us

 

করিনা কাপুর– বলিউডের ‘পু’ তিনি। বয়স ৪২ পার হয়েছে, তাও তিনি সুপার হট। তবে নায়িকা যখন কটাক্ষ তো তাঁর দিকে উড়ে আসবেই। হলও ঠিক তেমনটাই। মেকআপ করে ছবি দিতেই তাঁর কমেন্ট বক্সে উড়ে এল একগুচ্ছ সমালোচনা। ‘বুড়ি’ ‘মেকআপের দোকান’ কোনও কিছুই বাদ গেল না সেখানে। তাতে অবশ্য থোড়াই কেয়ার করিনার। সুহানা খান ও কিয়ারা আডবাণীকে নিয়ে তিনি হাজির হলেন মুম্বইয়ের এক মেগা ইভেন্টে। বৃহস্পতিবার রাতে মায়ানগরীতে অনুষ্ঠিত হয়েছিল এক বিউটি প্ল্যাটফর্মের ইভেন্ট। সেখানেই হাজির হয়েছিলেন তিন মুরতি। তিন প্রজন্মের তিন মুখ। করিনা পরেছিলেন কালো রঙের পোশাক। ওদিকে আবার কিয়ারার ভরসা ছিল হালকা আকাশি রঙে। সুহানা খান বেছে নিয়েছিলেন কমলা রঙের পোশাক। সব মিলিয়ে উষ্ণতা যেন ওভারলোডেড।

গত বছর সময়টা ভাল যায়নি করিনা কাপুরের। তাঁর ছবি ‘লাল সিং চাড্ডা’ বক্সঅফিসে মুখ থুবড়ে পড়ে। যদিও কাজ করা তিনি থামিয়ে দেননি। আগামী দিনে তাঁকে দেখা যাবে ‘জানে জান’-এ। সঙ্গে রয়েছে বিজয় বর্মা ও জয়দীপ অহলাওয়াত। এ ছাড়াও হংশল মেহতার এক ছবিতে দেখা যাবে তাঁকে, সে ছবির এখনও নামকরণ হয়নি। এখানেই শেষ নয় রিয়া কাপুরের ‘দ্য ক্রিউ’-এও দেখা যাবে তাঁকে। ওই ছবিতে তিনি ছাড়াও রয়েছে তব্বু, কৃতি শ্যনন ও দিলজিৎ দোশাঞ্জ।

Next Article